Ice Berg: ‌‌‌গলছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তুপ

Ice Berg: ‌‌‌গলছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তুপ
20 Nov 2023, 07:15 PM

Ice Berg: ‌‌‌গলছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তুপ

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ গলছে পশ্চিম অ্যান্টার্কটিকার (Antarctica)বরফের স্তুপ। ব্রিটেনের একটি গবেষক দল বহুদিন ধরে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের চাঁই নিয়ে কাজ করছে। সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছেন, যে বিপুল পরিমাণ বরফ সেখানে জমে ছিল, তা ক্রমশ গলতে শুরু করেছে। এই শতাব্দীর শেষ পর্যন্ত তা গলতে থাকবে। যার জেরে সমুদ্রে জলের উচ্চতা ক্রমশ বাড়বে।
গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা খুব সুখকর নয়। পৃথিবীর সার্বিক তাপমাত্রা ইতিমধ্যেই যতটা বেড়েছে, তাতে আর চেষ্টা করেও বরফের শেল্ফ গলা বন্ধ করা সম্ভব নয়। তবে তাদের গবেষণা বলছে, পুরো বরফ গলতে হয়ত একটা গোটা শতাব্দী লেগে যাবে, যার জেরে সমুদ্রে জলস্তর অন্তত ৬ ফুট বেড়ে যাবে। আগামী কয়েক দশকে বরফ গলার পরিমাণ ক্রমশ বাড়বে। ফলে সমুদ্রপৃষ্ঠ (Sea level) ক্রমশ ফুলতে শুরু করবে। যার ফলে আগামী কয়েক দশকের মধ্যেই সভ্যতা সংকটের মুখে পড়বে।
সার্বিকভাবে তাপমাত্রা বাড়ছে। যদি তার গতি কমানোও সম্ভব হয়, জলের তাপমাত্রা বৃদ্ধি কমানো সম্ভব হবে না। যার ফলে গলতে গলতে বরফের চাদরটি এক সময় ভেঙে পড়বে। আর তখনই ভয়াবহ এক সমস্যার মুখে পড়বে সভ্যতা।

Mailing List