পুরুলিয়া

01 Jan 2020, 12:00 AM

দার্জিলিং নয়। এবার শীতে বরফ পড়ল পুরুলিয়ার বেগুনকোদর গ্রামে। যা দেখে হতবাক এলাকার মানুষই। গ্রামবাসীর দাবি, এমন ঘটনা ঘটেছে ২৭ ডিসেম্বর রাতে। যদিও এ নিয়ে বিতর্কও পিছু ছা‌ড়ছে না। যে পুরুলিয়ায় গ্রীষ্মকালে রোদে পুড়তে হয় মানুষকে। প্রাণ হয় ওষ্ঠাগত। সেখানে বরফ! বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, পুরুলিয়ায় গ্রীষ্মকালে যেমন গরম হয় তেমনি শীতকালে ঠান্ডাও পড়ে বেশি। 

Mailing List