বাতাসা ছড়িয়ে ডঙ্কা বাজিয়ে উৎসব করবো, আগেই আনন্দের কথা ঘোষণা করে দিলেন শুভেন্দু

বাতাসা ছড়িয়ে ডঙ্কা বাজিয়ে উৎসব করবো, আগেই আনন্দের কথা ঘোষণা করে দিলেন শুভেন্দু
31 Dec 2022, 09:30 PM

বাতাসা ছড়িয়ে ডঙ্কা বাজিয়ে উৎসব করবো, আগেই আনন্দের কথা ঘোষণা করে দিলেন শুভেন্দু

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: লাগু করার কথা বলা হচ্ছে দীর্ঘ সময় ধরে, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর করতে পারল না কেন্দ্রীয় সরকার। কথা হচ্ছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে। কেন্দ্রীয় সরকারের তরফে পাস করানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দেশজুড়ে লাগু করা সম্ভব হয়নি। এদিকে সেই কারণে যে রাজনৈতিক ভিত একটু নড়বড় হয়ে যাচ্ছে গেরুয়া শিবিরের, সেটা বুঝতে পেরেই মাঝে মধ্যে সভামঞ্চে দাঁড়িয়ে হুংকার দিয়ে দেন বিজেপি নেতারা। এদিন যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, সিএএ বাংলায় শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে নতুন বছরে সিএএ চালু হয়ে গেলেই উৎসব হবে। পশ্চিমবঙ্গে বিশেষ করে মতুয়াদের মধ্যে এই নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে বলেই জানা যাচ্ছে। কারণ বারে বারে সিএএ কার্যকর করার কথা বিজেপি নেতারা বললেও এখনো পর্যন্ত চালু হলো না।

এদিন ধানতলায় দলের এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, আজকের এই দিনে হরিচাঁদ ঠাকুর, অনুকুল ঠাকুরকে বলব, ঠাকুর নতুন বছরে আমাদের সিএএ কার্যকর করে দাও। আর বাংলায় সিএএ কার্যকর হয়ে গেলেই বাতাসা ছড়িয়ে হরির লুট করে ডঙ্কা বাজিয়ে বিজয় উৎসব করতে পারি। তবে রাজ্যে সিএএ চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। বিরোধী দলনেতা হিসেবে এইটুকু আপনাদের বলতে পারি। এর আগেও শুভেন্দু অধিকারীর ডিসেম্বর ধামাকা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়। তার কারণ তিনটি তারিখ দেওয়ার পরেও রাজ‍্যে কিছুই ঘটেনি। ফলে এবার আবার এই সিএএ চালু করা নিয়ে তার মন্তব্য রাজ্যবাসী কিভাবে নেবে সেটাই বড় প্রশ্নের। তবে শুভেন্দুর এই মন্তব্য নিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের রাজ্যে সিএএ অনুমোদন করি না। ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারাই নাগরিক। যাদের ভোটের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছেন, এমএলএ এমপি হয়েছেন, আবার তাদের নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এটা চলতে পারে না। আগে শুভেন্দু এসবের বিরোধিতা করতেন। এখন নিজে সিবিআই এর হাতে গ্রেফতারি বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলছেন। এসব চলে না।

Mailing List