শুরু হতে চলেছে আই লাভ মধ্যমগ্রাম প্রকল্প

শুরু হতে চলেছে আই লাভ মধ্যমগ্রাম প্রকল্প
16 Sep 2022, 06:58 PM

শুরু হতে চলেছে আই লাভ মধ্যমগ্রাম প্রকল্প

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, মধ্যমগ্রামঃ পুজোর আগে মধ্যগ্রামবাসীর জন্য সুখবর নিয়ে এলো মধ্যমগ্রাম পুরসভা। পুরসভার উদ্যোগে ১৬ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হতে চলেছে আই লাভ মধ্যমগ্রাম প্রকল্প। যেখানে উল্লেখ থাকবে, মধ্যমগ্রামের তিনটি অন্যতম সেরা ও আকর্ষনীয় কাজ। জল প্রকল্প, ইনডোর ব্যাড়মিন্টন কোর্ট ও মধ্যমগ্রামের কালচারাল টেগর সেন্টার। শুক্রবার মধ্যমগ্রামে শিলান্যাস করা হলো আই লাভ মধ্যমগ্রাম প্রকল্পের। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোট ছোট গ্রাম শহরগুলিতে যে প্রকল্প দেখা যাচ্ছে সেই প্রকল্পে এবার যুক্ত হল মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম চৌমাথার কাছে এই প্রকল্পের শিলান্যাস করলেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। মধ্যমগ্রামের পুরসভার বিভিন্ন সিআইসিরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ মধ্যমগ্রামবাসীরাও। এই প্রকল্পর কাজ শেষ হলে রাজ্যের মধ্যে মধ্যমগ্রামের একটি স্বতন্ত্র পরিচিতি জায়গা থাকবে বলে মনে করছেন মধ্যমগ্রাম পুরসভার বর্তমান চেয়ারম্যান। এদিন মধ্যমগ্রাম চৌমাথার কাছে শিলান্যাস করেন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ।

Mailing List