চাকরি দুর্নীতিতে আমাকে ফাঁসানো হয়েছে, উপেনের দিকে অভিযোগের ঈঙ্গিত রঞ্জনের

চাকরি দুর্নীতিতে আমাকে ফাঁসানো হয়েছে, উপেনের দিকে অভিযোগের ঈঙ্গিত রঞ্জনের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২১ সালে রঞ্জন ওরফে বাগদার চন্দন মন্ডল এর নাম উঠে এসেছিল। আর তারপরেই তার খোঁজ পাওয়া যায়নি। পরে একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে চন্দন উপস্থিত হন। সেখানে তিনি দাবি করেছিলেন, তিনি কোনো টাকা নেননি। কোনো চাকরি দেননি।
এদিন নিজাম প্যালেসে সিবিআই এর সামনে হাজিরা দেন সেই রঞ্জন ওরফে বাগদার চন্দন মন্ডল। নিজাম প্যালেসে ঢোকার সময় সিবিআই এর প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসের নাম করে বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। কাউকে চাকরি দিইনি। প্রসঙ্গত, উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি ভিডিওতে বলেছিলেন প্রাইমারি, আপার প্রাইমারিতে চাকরি বিক্রি করেছিলেন রঞ্জন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম একাধিকবার উঠে এলেও সামনে আসতে দেখা যায়নি। শনিবার নিজাম প্যালেসে এলেন রঞ্জন ওরফে চন্দন। সেখানে বলেছেন, আমাকে উনি ফাঁসানোর চেষ্টা করেছেন। উনি তখন বিধায়ক ছিলেন। নির্বাচনে ওনাকে সাহায্য করিনি। তাই তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ। তার অভিযোগ ছিল উপেন বিশ্বাসের দিকে।


