ভালো আছি, স্বস্তির বার্তা দিলেন পেলে

ভালো আছি, স্বস্তির বার্তা দিলেন পেলে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: গুরুতর অসুস্থ পেলে। ফুটবল সম্রাটকে লাইফ সাপোর্ট সিস্টেম দেওয়া হচ্ছে। এই খবর ব্রাজিল-সহ ফুটবলের সকল ভক্তদের মন খারাপ করে দিয়েছে। কিন্তু রবিবার সকালেই ভক্তদের আশ্বস্ত করলেন পেলে নিজেই।
গোটা দুনিয়া যখন পেলেকে কেন্দ্র করে উত্তাল, তখন আসরে নামলেন স্বয়ং ফুটবল সম্রাট স্বয়ং। সামাজিক মাধ্যমে লিখলেন, 'বন্ধুরা, আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। আমি ঠিকই আছি, ডাক্তাররা যা বলছেন, করছি। আমি পুরো মেডিক্যাল টিমকে ধন্যবাদ দিতে চাই, ডাক্তারদের ধন্যবাদ দিতে চাই। আপনাদের ভালবাসা আমাকে শক্তি জোগায়। ঈশ্বরের উপর ভরসা রাখছি আমি।'
কিংবদন্তি ফুটবলার পেলে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকেরা বলেছিলেন, বর্তমানে কিংবদন্তি ফুটবলার পেলের উপরে কেমোথেরাপিও কোন প্রভাব ফেলছিল না। ফলে তাঁকে এখন প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরিত করা হয়। একে জীবনের পরিচর্যার শেষও বলা হয়। যাদের অবস্থা খুবই খারাপ শুধুমাত্র তাদেরকেই এই ইউনিটে রাখা হয়।
কিংবদন্তী ফুটবলার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বলে দাবি করে একাধিক সংবাদ মাধ্যম। তবে পেলের মেয়ে কেলি নাসিমিন্তো জানিয়েছিলেন তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে, তা সত্য নয়। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন পেলে। গত বছরের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে টিউমার অপসারণ করা হয়। তবে এরপরও তাঁর শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। এখন তাঁর শরীরে কেমোথেরাপি আর কাজ করছে না।
গত মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পেলেকে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মার্সিয়া আওকি এবং এক জন আয়া। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।


