মুম্বইকে হারাল হায়দরাবাদ, জমে গেল প্লে অফের লড়াই

মুম্বইকে হারাল হায়দরাবাদ, জমে গেল প্লে অফের লড়াই
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের বিরুদ্ধে জয় পেয়ে প্লে-অফের লড়াই জমিয়ে দিল হায়দরাবাদ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। এতদিন সানরাইজার্সের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু এদিন প্রিয়ম গর্গ নেমেছিলেন অভিষেক শর্মার সঙ্গে। ২ জনেই প্রথম থেকেই চালিয়ে খেলা শুরু করেন।সানরাইজার্সের ব্য়াটিং লাইন আপের মূল নায়ক রাহুল ত্রিপাঠী। ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্য়াটার। ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ২টো বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান বোর্ডে তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি গিয়েও জয় অধরাই থাকলো মুম্বাই ইন্ডিয়ান্সের। ৭ উইকেটে ১৯০ রানের ইনিংস। উমরান মালিক নিলেন ২৩ রানে ৩ উইকেট।
এবার উইলিয়ামসনকে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংসাক্ষাত্কারে বলেন, "রিকি পন্টিংয়ের সঙ্গে ২০১৩ সালে এমনটা হয়েছিল। ও নেতৃত্ব দিয়ে বুঝতে পারে যে, ওর ব্যাট হাতে দলকে ডোবাচ্ছে। ৫-৬টি ম্যাচের পরেই পন্টিং দায়িত্ব থেকে সরে এসে থিঙ্ক ট্যাঙ্কের সদস্য হয়ে যায়। আমরা খেতাব জিতি। উইলিয়ামসন অবশ্যই অন্য কাউকে অধিনায়কত্ব দিয়ে দিক। নিজের ব্য়াটিংয়ে ফোকাস করুক। ও অধিনায়ক হিসাবে পরেববার ফিরে আসুক।" চলতি আইপিএলে উইলিয়ামসন ১৩ ম্যাচে মাত্র ২০৮ রান করেছেন। তাঁর গড় ১৮.৯১।
এদিকে তিলক বর্মাতে মজেছেন গাভাস্কার। ভারতের প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাসকর ভবিষ্যদ্বাণী করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা ভারতের হয়ে সব ফর্ম্যাটে খেলার যোগ্যতা রাখেন। গাভাসকরের মতে ব্যাটসম্যান হিসাবে তিলক বর্মা ক্রিকেটের সব ফর্ম্যাটে খেলতে পারেন। একদিকে যেখানে মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএল ইতিহাসে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে। অন্যদিকে ১২ ম্যাচে ৩৬৮ রান করে সবার মন জিতেছেন তিলক বর্মা।



