শুভেন্দুকে আঘাতই লক্ষ্য, নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরানোর চেষ্টায় আবারও বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ

শুভেন্দুকে আঘাতই লক্ষ্য, নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরানোর চেষ্টায় আবারও বুঝিয়ে দিলেন কুণাল ঘোষ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: যেন তেন প্রকারণে শুভেন্দু অধিকারীকে ধাক্কা। আর সেই লক্ষ্যেই পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত দায়িত্ব কুণাল ঘোষকে। কুণাল ঘোষকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার পর থেকেই এমনটাই অনুমান করেছিলেন সকলে। আর সেটাই ঘটছে পরপর। ইতিমধ্যেই হলদিয়ায় বাসাও ভাড়া নিয়ে ফেলেছেন কুণাল ঘোষ। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসবে ততই ক্রামগত চেষ্টা থাকবে শুভেন্দুকে বিব্রত করার।
কেন এমনটা ধারণা হচ্ছে সকলের? পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত দায়িত্ব নিয়েই প্রথম টুইট করে সারদা নিয়ে বাণ ছোঁড়েন কুণাল। তাতে সাফ জানান, সারদা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখোমুখি বিতর্কে যেতে চান তিনি। আর তারপরই নন্দীগ্রামে বিজেপি ভাঙার চেষ্টা। কুণাল ঘোষের দাবি, নন্দীগ্রামের ৩২জন বিজেপি নেতা ও তাঁদের ৫০০ সমর্থক তৃণমূলে যোগ দিয়েছে। শুক্রবার নন্দীগ্রামের সাউদখালি মনসা বাজারের ছিল কুণালের সভা।সেখানে অবশ্য দেখা দিয়েছে সদ্য বিজেপি ছাড়া এক প্রাক্তন মণ্ডল সভাপতি জয়দেব দাস-সহ হাতে গোনা কয়েকজন বিজেপি নেতা-কর্মী-সমর্থক নন্দীগ্রামে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন। কিন্তু আপ এক বিজেপি ছাড়া বটকৃষ্ণ দাসকে মঞ্চে দেখা যায়নি। শুধু এটাই নয়, যতজন মন্ডল সভাপতি বা বুথের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতার তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল তাও অবশ্য হয়নি। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, বটকৃষ্ণবাবু যোগ দিতেন। কিন্তু সম্প্রতি তাঁর এক আত্মীয় মারা গিয়েছেন। তা নিয়ে তিনি ব্যস্ত।
Nandigram. Joydeb Das and 32 BJP leaders joined @AITCofficial with their 500+ workers.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2022
' আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।' pic.twitter.com/3cUweKJKXz
যদিও বিজেপির পাল্টা দাবি, তৃণমূল মুখে যা বলছে তা করে দেখানো কঠিন। এখন দেখার, কুণাল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরে কতটা বিড়ম্বনায় ফেলতে পারে।


