এবার আছড়ে পড়তে চলেছে হারিকেন ‘লি’

এবার আছড়ে পড়তে চলেছে হারিকেন ‘লি’
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সম্প্রতি ‘ড্যানিয়েল’ নামক ঘূর্ণঝড়ের তাণ্ডবে লিবিয়ার ডারনা শহর কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। সেই রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড় ‘লি’ হারিকেন আছড়ে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড উপকূলীয় অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরে প্রায় এক সপ্তাহর উপর এই হারিকেন লি অবস্থান করছিল। এবার ঘণ্টায় ৭৪ কিমি বেগে নিউ ইংল্যন্ড উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে লি। সংবাদসংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই ‘লি’-এর প্রভাবে নিউ ইংল্যান্ডে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে স্থানীয় প্রশাসন। আবহাওয়াবিদদের তরফ থেকে জানা গেছে, ঘূর্ণিঝড়টি নিউ ইংল্যান্ড হয়ে কানাডার নোভা স্কটিয়ায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নোভা স্কটিয়া ও নিউ ব্রান্সউইকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়েছে অঞ্চলটির পঞ্চাশহাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থাও ব্যহত হচ্ছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমান।


