বন্দে ভারত নিয়ে তুঙ্গে আগ্রহ, বেশি ভাড়া, তাও নিমেষে শেষ আগামী দু’দিনের সব টিকিট, কত টাকা ভাড়া জেনে নিন

বন্দে ভারত নিয়ে তুঙ্গে আগ্রহ, বেশি ভাড়া, তাও নিমেষে শেষ আগামী দু’দিনের সব টিকিট, কত টাকা ভাড়া জেনে নিন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অনেকেই সমালোচনা করে বলেছিলেন, বেশি ভাড়া। গতিও প্রায় শতাব্দীর মতো। তাহলে কেন বন্দে ভারত? কিন্তু এসব শুকনো সমালোচনা উড়িয়ে দিয়ে রেলের হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতেই সুপার ডুপার হিট। বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে রেলযাত্রীদের আগ্রহ তুঙ্গে।
সর্বশেষ খবর, আগামী ১ এবং ২ জানুয়ারি হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী এই নতুন ট্রেনের আপ ও ডাউন সমস্ত টিকিটই বিক্রি হয়ে গিয়েছে শুক্রবার রাতেই। শুক্রবার সকালেই হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রেনটিতে নিয়মিত ভাবে যাত্রী পরিষেবা শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। এর জন্য অনলাইনে টিকিট বিক্রির উইন্ডো খুলে দেয় রেল।
রেল সূত্রে খবর, বিক্রি শুরু হতেই নিমেষে শেষ হয়ে গিয়েছে বুকিং। আপাতত ১ ও ২ জানুয়ারির কোনও টিকিট পড়ে নেই। রেল জানিয়েছে, হাওড়া থেকে এনজেপি যাওয়ার পথে মাত্র তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। স্টেশনগুলি হল বোলপুর, মালদহ এবং বিহারের বারসোই। এই ট্রেনের ভাড়া অবশ্য কিছুটা বেশি। কিন্তু তাও যেভাবে যাত্রীরা ট্রেনে চড়তে আগ্রহী তা দেখে খোদ রেলকর্তারাই অবাক। রেলের ফেয়ার চার্ট বলছে, এই ট্রেনে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত সাধারণ চেয়ার কারে যেতে লাগবে ১,৫৪৩ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের চেয়ার কারে ভাড়া গুণতে হবে ২,৮০৩ টাকা। সাধারণ চেয়ার কারে হাওড়া থেকে বোলপুরের ভাড়া ৬২৮ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ১,১৫০ টাকা। হাওড়া থেকে সাধারণ চেয়ার কারে মালদহের ভাড়া ৯২৯ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে সেই ভাড়া ১,৭৫৩ টাকা। তবে সব ভাড়াতেই খাবারের দাম ধরা আছে। রেলের তরফে জানা গিয়েছে, বুধবার বাদে সপ্তাহে ৬ দিনই চলবে বন্দে ভারত এক্সপ্রেস।


