হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা

হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা
সুলেখা চক্রবর্তী, হাওড়া
হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। পুলিশ টাকা সমেত মনীশ শেঠি নামের এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৮ লক্ষ টাকা। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের সুরক্ষা ও সনাক্তকরণ স্কোয়াড টিম/হাওড়া, ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী/হাওড়া (উত্তর) এর জওয়ানরা শনিবার তল্লাশি করছিল। আট নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে একজনকে দেখে। তখনই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কথায় অসঙ্গতি মেলায় তল্লাশি চালানো হয়। তখনই তার ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় নগদ ৩৮ লক্ষ টাকা। আটক ব্যক্তি এত বিপুল পরিমান নগদ টাকার সাপেক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জি আর পি।


