১০৩ বছরের কনকলতার ফ্যামিলি পেনশন দ্বিগুণ করে নজির গড়ল হাওড়া পৌরনিগম

১০৩ বছরের কনকলতার ফ্যামিলি পেনশন দ্বিগুণ করে নজির গড়ল হাওড়া পৌরনিগম
02 Sep 2023, 10:30 AM

১০৩ বছরের কনকলতার ফ্যামিলি পেনশন দ্বিগুণ করে নজির গড়ল হাওড়া পৌরনিগম

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

কনকলতা ভট্টাচার্য। তাঁর বয়স এখন ১০৩ বছর। তিনি ফ্যামিলি পেনশন পান। এতদিন ৯ হাজার টাকা পেনশন পেতেন। এবার তা বাড়িয়ে দ্বিগুন করলে দিল হাওড়া পুরনিগম। পুরসভার দাবি, যেহেতু একজন ব্যক্তি একশ বছর পেরিয়ে গিয়েছেন, তাই সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

হাওড়া পৌরনিগমের প্রাক্তন কর্মচারী ছিলেন তারাশঙ্কর ভট্টাচার্য। তাঁর মৃত্যুর পর পত্নী কনকলতা ভট্টাচার্য্যর (বয়স ১০৩ বছর) প্রাপ্য ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ ধার্য্য করল হাওড়া পৌরনিগম। ১লা সেপ্টেম্বর, ২০২৩ হাওড়ার সাঁকরাইলে চুনাভাটি অঞ্চলের নিমতলার কাছে রাধাদাসী পাঁচপাড়ায় ওনার বাড়ী পৌছে কনকলতা ভট্টাচার্য্যর হাতে ফ্যামিলি পেনশনের নথি তুলে দিয়েছেন হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী ও পৌরনিগমের শীর্ষ আধিকারিকরা।

এই ধরনের ফ্যামিলি পেনশনের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হাওড়া পৌরনিগমের ইতিহাসেও প্রথম বলে দাবি পৌরনিগমের। জানা গেছে, তারাশঙ্করবাবু ছিলেন পৌরনিগমের মোটর বিভাগের কর্মী। ওনার মৃত্যুর পর পেনশন পাচ্ছিলেন ওনার স্ত্রী কনকলতা। উনি ৯ হাজার টাকা পেনশন পেতেন। এবার থেকে তা দ্বিগুণ প্রায় ১৮ হাজার টাকা করে দেওয়া হলো। এদের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য। এবং মনোরঞ্জনের ছেলে প্রদীপ ভট্টাচার্য। এরাও পৌরনিগমের কর্মী। মনোরঞ্জন আগে ওয়ার্কশপের কর্মী ছিলেন। এখন পেনশনভোগী। ওনার ছেলে প্রদীপ ভট্টাচার্য পৌরনিগমের ৫ নং বরোর বর্তমান কর্মী।

Mailing List