Howrah: জুটমিলে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রচুর

20 Nov 2023, 12:30 PM
Howrah: জুটমিলে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রচুর
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ আবারও বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়। এবার আগুন লাগল ফোরশোর রোডের একটি জুটমিলে। সেখানে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, আজ ভোর ৪টে ৫০ নাগাদ ওই এলাকায় জয়শ্রী জুটমিলে (Jute mill)আগুন লাগে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রাই দমকল অফিসে খবর দেন। ঘটনাস্থলে প্রথমে ২টি, পরে আরও একটি ইঞ্জিন (Engin)এসে আগুন নেভাতে শুরু করে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। হতাহতের খবর নেই।
সেই জুটমিলে ২০ কুইন্টাল পাট মজুত ছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষাধিক টাকার সামগ্রী। তবে কীভাবে আগুন লাগল, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


