হাওড়া: এবার গিনেস বুকে নাম তুলতে চলেছেন উদয়নারায়ণপুরের দাসুদা!  

হাওড়া: এবার গিনেস বুকে নাম তুলতে চলেছেন উদয়নারায়ণপুরের দাসুদা!   
21 Sep 2023, 07:12 PM

হাওড়া: এবার গিনেস বুকে নাম তুলতে চলেছেন উদয়নারায়ণপুরের দাসুদা!

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

এবার গিনেস বুকে নাম তুলতে চলেছেন ঠাকুরদাস বাবু। যিনি দাসু 'দা নামেই বিখ্যাত। সুকুমার রায়ের সেই দাসু ও নয়,বাইকার দাসুদা। পেশায় কৃষক। নেশায়? উদয়নারায়ণপুরের দাসুদা মানেই অ্যাডভেঞ্চার। আসল নাম ঠাকুরদাস শাসমল। বাড়ি উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রামে। আর এই পাঁচারুল থেকেই কখনও পায়ে হেঁটে, কখনও বাইকে চড়ে তিনি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। তবে এবারের সফরটা এক্কেবারে অন্যরকম। সাইকেলে একটানা চারশো দিনের বেশি সময় ধরে তিনি পাড়ি দেবেন ৪০ হাজার কিলোমিটার পথ! ভিলেজ বাইকার্স উদয়নারায়ণপুর নামক একটি সংগঠনের সদস্য ঠাকুরদাস বাবু। সেই সংগঠনের পক্ষ থেকেই এবারের এই অভিযানের আয়োজন করা হয়েছে। ২৪ শে সেপ্টেম্বর উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হবে দাসু দা'র এবারের দেশভ্রমণ। প্রথমদিকে দেশের দক্ষিণ দিকের রাজ্যগুলি ও পরে উত্তরের রাজ্যগুলিতে যাবেন। অভিযানের জন্য প্রায় তিন লক্ষ টাকা খরচ হবে। মূলত ভিলেজ বাইকার্স উদয়নারায়ণপুর, শুভাকাঙ্ক্ষী সুব্রত বড়াল সহ বাইকার্স কমিউনিটির বহু সাথী এই অভিযানের জন্য নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ৪০০ দিন পরই সাইকেলে দেশ ঘুরে গিনেস বুকে নাম তুলবেন সকলের প্রিয় দাসু'দা। এমনটাই আশা তাঁর।

Mailing List