Howrah: লরির তলায় চাপা পড়ে শ্যামপুরে মৃত্যু বাইক আরোহীর

Howrah: লরির তলায় চাপা পড়ে শ্যামপুরে মৃত্যু বাইক আরোহীর
25 Aug 2023, 02:20 PM

Howrah: লরির তলায় চাপা পড়ে শ্যামপুরে মৃত্যু বাইক আরোহীর

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

লরির তলায় চাপা পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হাওড়ার  শ্যামপুরের বেলপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হাফিজুল খাঁ। বাড়ি শ্যামপুর থানার ডিহি মন্ডল ঘাট-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার খাঁ-পড়ায়। ঘটনাকে কেন্দ্র করে রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাল বোঝাই একটি লরি শ্যামপুর থেকে বাগনানের দিকে যাচ্ছিল। বেলপুকুরের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই লরিটি রাস্তার ধারে উল্টে যায়। তার তলায় চাপা পড়ে মৃত্যু হয় বাইক আরোহীর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্যামপুর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে শ্যামপুর-বাগনান রাজ্য সড়ক। উল্টে যাওয়া লরিকে উদ্ধার করার পাশাপাশি মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া হাসপাতালে পাঠিয়েছে শ্যামপুর থানার পুলিশ।

Mailing List