নেশা মুক্তি কেন্দ্রে হাত পা বেঁধে খুনের অভিযোগ হাওড়ায়

নেশা মুক্তি কেন্দ্রে হাত পা বেঁধে খুনের অভিযোগ হাওড়ায়
16 Aug 2023, 08:45 PM

নেশা মুক্তি কেন্দ্রে হাত পা বেঁধে খুনের অভিযোগ হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

নেশামুক্তি কেন্দ্রে এক রোগীকে হাত পা বেঁধে পিটিয়ে খুনের অভিযোগে তোলপাড় হয়ে উঠেছে হাওড়ার দাশনগর এলাকায়। জানা গিয়েছে, থানার উল্টোদিকেই অবস্থিত নেশামুক্তি কেন্দ্রটিতে প্রচুর টাকার বিনিময়ে নেশা ছাড়ানোর কাজ চলতো। এখানেই এক রোগীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে অন্যান্য আবাসিক রোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানা এলাকায়। প্রথম দিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে চলে আসার পরই এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, হাওড়ার দাশনগর থানার ঠিক উল্টোদিকেই "স্নেহনীড়" নামের একটি বেসরকারি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। সেখানে বর্তমানে ৭৪ জন আবাসিক রোগী রয়েছেন। তাদের সেখানে নেশা মুক্তির চিকিৎসা চলে। মঙ্গলবার রাতে হাওড়ার বাউরিয়ার বাসিন্দা শুভদীপ ঘরামি'কে (৩২) বাউরিয়া হাসপাতাল থেকে নেশা মুক্তির জন্য হাওড়ার দাসনগরের ওই হোমে পাঠানো হয়। অভিযোগ, ওই হোমে রাতে প্রচন্ড মারামারি গন্ডগোল হয়। তারই মধ্যে হাত-পা বেঁধে শুভদীপকে ফেলে রাখা হয় বলে অভিযোগ। বুধবার তার মৃত্যু হয়। পুলিশ তার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। কি করে হোমের মধ্যে এরকম ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোম এর মধ্যে একজন আবাসিককে কিভাবে পিটিয়ে মারার ঘটনা ঘটলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মন্টু, শ্যামল, উদয় এবং ভোলা নামের চার আবাসিক রোগীকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তে নেমেছে দাশনগর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত হাওড়ার আনাচে কানাচে যেমন নেশার জিনিস দেদার বিকোচ্ছে তেমনি এই নেশা ছাড়ানোর জন্য বেআইনী ভাবে গজিয়ে উঠছে "নেশামুক্তি"কেন্দ্র। যা ঘিরেও উঠছে প্রশ্ন।

Mailing List