জমকালো মেকআপ তুলবেন কীভাবে

জমকালো মেকআপ তুলবেন কীভাবে
17 Jun 2023, 03:30 PM

জমকালো মেকআপ তুলবেন কীভাবে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিয়ের নেমন্তন্ন হোক বা ঘরোয়া অনুষ্ঠান। জমকালো সাজে মেকআপ করতে অনেকেই ভালোবাসেন।
অথবা রোজ অফিস বা এদিক ওদিক যাওয়ার সময় টুকটাক মেকআপ প্রত্যেকেই করেন। কিন্তু সকলে যতটা যত্ন করে মেকআপ করেন, ঠিক ততটা যত্ন নিয়ে সেটি তোলেন না। আর মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়াটাও বেশ খারাপ অভ্যেস। তাতে অনেক সমস্যা দেখা যায়। তাই মেকআপ তোলার ক্ষেত্রে কয়েকটা জিনিস ব্যবহার করতে পারেন।

মেকআপ(Makeup) না তুলে ঘুমোলে ত্বকে ব্রণ, ফুসকুড়ি সমস্যা দেখা দিতে পারে। আর যদি বাড়িতে ক্লিনজার(cleanser) শেষ হয়ে গিয়ে থাকে তবে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। যেমন- অলিভ ওয়েল থাকলে, তা দিয়ে মুখ পরিষ্কার করে নিতে পারেন। আবার পেট্রোলিয়াম জেলির সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মেকআপ তুলতে পারেন। এটি মুখের জেল্লাও ফেরায়। এছাড়া কাঁচা দুধ ত্বকের জন্য খুব ভালো। এটি দিয়েও মুখের মেকআপ তুলতে পারেন।

Mailing List