মাঠের মতো ভালো সবজির ফলন বস্তায় চাষ করে কীভাবে পেতে পারেন, জেনে নিন পদ্ধতি

মাঠের মতো ভালো সবজির ফলন বস্তায় চাষ করে কীভাবে পেতে পারেন, জেনে নিন পদ্ধতি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চাষের শখ আছে, অথচ জায়গার অভাব। চিন্তা করবেন না চাইলে এবার বস্তার মধ্যেই করতে পারেন সবজি চাষ। ঠিকমতো পরিচর্যা করলে তাতেই মাঠের মতো ভালো ফলন পাবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক বস্তায় কিভাবে সবজি চাষ করবেন-
প্রথমে জমির ওপরের স্তরের এক কোদাল মাটি সংগ্রহ করতে হবে। ১৫ কিলোগ্রাম মাটির সঙ্গে দু'শো গ্রাম চুন মিশিয়ে রোদে শুকনো করতে হবে। পরে প্রায় আড়াই কিলোগ্রাম শুকনো গোবর, দুই কিলোগ্রাম কচুরিপানা এবং ৫০ থেকে ৮০ গ্রাম গুঁড়ো সরষে খোল মিশিয়ে মাটি রোদে শুকনো করতে হবে। এরপর সিমেণ্ট কিংবা সারের পরিষ্কার বস্তায় তিন ভাগ মাটি ভরতে হবে।
বীজ ফেলার আগে তা দু-তিন ঘণ্টা ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন। বীজ দেওয়ার আগে মাটি সমেত বস্তাটি ঠান্ডা জলে ডুবিয়ে তুলে নিন। ঘণ্টাখানেক পর বস্তার ওপরের মাটি নিড়ানি দিয়ে নাড়িয়ে বীজ দিতে হবে। এরপর মাটি কিংবা খড়কুটো দিয়ে বীজ ঢাকা দিন। এভাবে থাকা অবস্থায় বীজের উপর ১৫ দিন পরিমাণমতো জল দিতে হবে। অঙ্কুরিত বীজের কচি পাতা দেখা যাবে। তিন-চারটি পাতা গজানোর পর, জৈবিক সার মিশ্রিত শুকনো মাটি গাছের চারপাশে যত্ন করে দিতে হবে। মাসখানেক পরে পচানো সরষে খোলের ওপরের জল পরিমাণ মতো দিন। পরের দিন স্বাভাবিক জল দিন।
৪০ থেকে ৪৫ দিনের মাথায় আপনার সাধের বাগানে কাঙ্খিত ফল ধরবে। ফলন শুরুর আগে কিংবা পরে, গাছের পাতা কুঁকড়ে গেলে, পোকায় কাটলে ভেজানো লঙ্কা গুঁড়োর জল কিংবা নিম পাতা বেটে তার রস মিহি কাপড়ে ছেঁকে তার সঙ্গে যেকোনও শ্যাম্পু সামান্য পরিমাণ মিশিয়ে স্প্রে করতে হবে। শ্যাম্পু কোনও ক্ষতি করবে না। বরং কীট, পোকার হাত থেকে গাছ রক্ষার জন্য কীটনাশক নষ্ট করতে স্প্রে করা লঙ্কা কিংবা নিমপাতার জল বেশ কিছুদিন গাছের গায়ে লেপটে থাকতে সাহায্য করবে শ্যাম্পু।


