ধোনির চোটের অবস্থা কেমন? জানালেন ফ্লেমিং

ধোনির চোটের অবস্থা কেমন? জানালেন ফ্লেমিং
01 Apr 2023, 10:06 PM

ধোনির চোটের অবস্থা কেমন? জানালেন ফ্লেমিং

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ধোনির চোট নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢালল সিএসকে। প্রথম ম্যাচই তাদের বাজে ভাবে ৫ উইকেটে হারতে হয়। তাও ৪ বল বাকি থাকতে। তার মধ্যে আবার সিএসকে-র অধিনায়ক তাঁর চোট লাগা বাঁ-হাঁটুতে নতুন করে ব্যথা পান। ডাইভ দিয়ে বল ধরার সময়ে তাঁর বাঁ-হাঁটুতে লাগে। এবং তাঁকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, তাঁর অস্বস্তি হচ্ছে।শুক্রবারও তিনি খেলা ছেড়ে ওঠেননি। ব্যথা নিয়েই লড়াই করেছেন। তবে ধোনির চোট যে গুরুতর তা স্পষ্ট ভাবে বোঝা গিয়েছে। এরফলে তার আইপিএল খেলা নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন সিএসকে কোচ।

ফ্লেমিং বলেছেন, ''ধোনি প্রতি ম্যাচেই খেলবে। জানি না কোথা থেকে সবাই এ সব খবর পায়। আইপিএলের আগে প্রায় এক মাস ধরে নিজের হাঁটুর চোট সারিয়েছে ধোনি। কিন্তু গুজরাতের বিরুদ্ধে হাল্কা ক্র্যাম্প হয়েছে ওর। হয়তো ১৫ বছর আগে হলে ধোনির কোনও সমস্যা হত না। কিন্তু এখন বয়স একটু বেড়েছে। তার পরেও ধোনির যা ফিটনেস তাতে ওর খুব একটা সমস্যা হবে না।''২০০৮ সালের নিলামে ধোনিকে ৬ কোটি টাকা দিয়ে কিনেছিল চেন্নাই। তারপর থেকে এতবছর ধোনিকে ছাড়েনি তারা। তাঁর নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল জেতে। তাঁর বুদ্ধিমত্তার কাছে আজও হার মানেন বিশ্বের তাবড় তাবড় অধিনায়করা। শুধু আইপিএলে জয় নয়, তাঁর নেতৃত্বে চেন্নাই সবচেয়ে বেশিবার প্লে অফ খেলেছে। ফাইনালে উঠেছে ৯ বার।

Mailing List