Gold shop robbery সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ব্যারাকপুরে, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল মালিকের ছেলের

Gold shop robbery সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ব্যারাকপুরে, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল মালিকের ছেলের
25 May 2023, 02:00 PM

Gold shop robbery সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ব্যারাকপুরে, দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল মালিকের ছেলের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সোনার দোকানে ভয়াবহ ডাকাতি! বধা দিতে গেলে দুষ্কৃতীরা গুলিও চালালো। তাতে প্রাণ হারালেন মালিকের ছেলে! গুলিবিদ্ধ হন মালিকও। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়ছে নীলাদ্রি শেখর সিংহের (২৩)। নীলাদ্রির বাবার পায়েও গুলি লাগে। তবে তাঁর আঘাত গুরুতর নয়। বুধবারের ঘটনায় তাজ্জব সকলে। এমনকী, নীলাদ্রির গত বছর ডিসেম্বর মাসে বিয়ে হয়েছে। বৃহস্পতিবারই তাঁর জামাইষষ্ঠীতেও যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিনেই ডাকাতের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুরের সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকান রয়েছে। অন্যান্য দিনের মতোই বুধবারও বিকেলে পাঁচটার পর দোকান খোলেন মালিকের ছেলে নীলাদ্রি শেখর সিংহ। সঙ্গে ছিলেন বাবাও। পরিবার সূত্রে জানা গিয়েছে, দোকান খোলার কিছু পরেই চার যুবক দোকানে ঢোকে। প্রথমে ভেবেছিলেন ক্রেতা। কিন্তু একটু পরেই বোঝা যায় ক্রেতা নয়, দুষ্কৃতী। তখন বাধা দিতে চান নীলাদ্রির বাবা। তখনই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর পায়ে। ঘটনায় নীলাদ্রিও বাধা দিতে গেলে গুলি চালায় দুষ্কৃতীরা। তাতেই প্রাণ হারান তিনি। ঘটনার পর ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কিভাবে ভরা বাজারে এভাবে দুষ্কৃতীরা ডাকাতি করতে ঢুকলো। তারপর পালিয়েও গেল! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Mailing List