ভয়াবহ আগুন বাংলাদেশের বাজারে, পুড়ে ছাই ৬০টির মতো দোকান

ভয়াবহ আগুন বাংলাদেশের বাজারে, পুড়ে ছাই ৬০টির মতো দোকান
22 Mar 2023, 12:30 PM

ভয়াবহ আগুন বাংলাদেশের বাজারে, পুড়ে ছাই ৬০টির মতো দোকান

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সাত সকালেই ভয়াবহ অগ্নিকান্ড। নিমেষে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে। আর তাতেই পুড়ে যায় কমপক্ষে ৬০-৭০টি দোকান। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে। ট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ছ’টা নাগাদ প্রথমে একটি চায়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় মানুষ। তারপরই দেখেন দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ছে। তা দেখে প্রথমে আগুন নেভাতে হাত লাগান স্থানীয় মানুষ। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। ছুটে যায় পুলিশ ও দমকলের ইঞ্জিন। আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বহু দোকান পুড়ে যায়। ওই বাজারে শতাধিক দোকান ছি‌ল। যার মধ্যে ৬০-৭০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

Mailing List