বাংলাদেশের গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৫ জন, আহত শতাধিক

বাংলাদেশের গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৫ জন, আহত শতাধিক
07 Mar 2023, 07:21 PM

বাংলাদেশের গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৫ জন, আহত শতাধিক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। আর তাতে অন্তত ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছে শতাধিক। ভবনে বিস্ফোরণে শতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। যার ফলে ওই এলাকার পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।কিন্তু কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আগে আহতদের উদ্ধার ও চিকিৎসায় জোর দেওয়া হচ্ছে। তারপরই ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ।

Mailing List