ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে, মৃত ১৯ জন, আহত ২৫

ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে, মৃত ১৯ জন, আহত ২৫
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। তাতে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জন যাত্রী। আহত আরও ২৫ জন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। যাওয়ার সময় মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। তারপরই পদ্মা সেতুর আগে মহাসড়কের রেলিং ভেঙে পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। তাতেই বাসটি দুমড়েমুচড়ে যায়। তবে বাসে কতজন যাত্রী ছিল তা সঠিক জানা যায়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবার প্রতি ২০ হাজার টাকা ও আহত যাত্রীদের ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা করেছে সরকার।


