প্রফেসর স্বপনকুমার মণ্ডলের জন্মদিনে বই প্রকাশের অভিনব উদ্যোগ
একালের বরেণ্য প্রাবন্ধিক প্রফেসর স্বপনকুমার মণ্ডলের জন্মদিন ২৬ ফেব্রুয়ারি। তাঁর অগণিত ছাত্র-ছাত্রী, পাঠককুলের কাছে সেইদিন শিক্ষক দিবস রূপে পালিত হওয়ার ব্যতিক্রমী দৃষ্টান্ত ও স্যার সম্পর্কে তাঁর অনুরাগীবৃন্দের অনুভূতি-মালা বই রূপে প্রকাশিত হওয়া এই নিয়ে ষষ্ঠ বছরে পা দিল।