নবান্ন অভিযানে বাধা দেওয়ায় রাস্তা অবরোধ ডানকুনিতে
প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। হুগলির আরামবাগ, গুরাপ, ধনিয়াখালী, চুঁচুড়া, পান্ডুয়া ও বলাগড় সহ বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মিরা নাবন্নের উদ্যেশ্যে দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে রওনা দেয়।