Honey Trap সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজনৈতিক নেতাদের হানি ট্র্যাপে ফেলে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ, ধৃত বিজেপি নেত্রীর মেয়ে

Honey Trap সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজনৈতিক নেতাদের হানি ট্র্যাপে ফেলে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ, ধৃত বিজেপি নেত্রীর মেয়ে
25 May 2023, 08:23 PM

Honey Trap সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে রাজনৈতিক নেতাদের হানি ট্র্যাপে ফেলে কয়েক লক্ষ টাকা তোলার অভিযোগ, ধৃত বিজেপি নেত্রীর মেয়ে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাতিয়ার সোশ্যাল মিডিয়া। এভাবেই হানি ট্র্যাপে ফাঁসিয়ে রাজনৈতিক নেতাদের ব্ল্যাকমেলিং করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রীর মেয়ে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার রাখালপল্লির ঘটনা। জানা গিয়েছে, হাড়োয়ার বিজেপি মহিলা মোর্চার নেত্রী নমিতা রায়ের মেয়ে বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা রায়। সে বেশ কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হানি ট্র্যাপ বা তাঁর রূপের জালে ফাঁসিয়ে প্রথমে মোবাইলে আলাপ করতো। তারপরে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চলতো চ্যাট ও ছবির আদান প্রদান। এভাবেই তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজের জালে ফাঁসাতো। ওই যুবতী কিছুদিন এভাবে মেলামেশা করে কখনও ধর্ষণের অভিযোগ আবার কখনও ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে ওই ব্যক্তিদের ব্ল্যাকমেলিং করছিল। তারপর চলতো লক্ষ লক্ষ টাকা আদায়।

এই কায়দাতেই সে বসিরহাটের বিজেপি নেতা রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ২০১৯ সালে ধর্ষণের অভিযোগ আনে। তখন গ্রেফতারও হয়েছিলেন বিজেপি নেতা। পাশাপাশি রাজ্যের একাধিক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেই জানা গিয়েছে। সেই সুযোগে সে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে আদায় করেছিল। প্রিয়াঙ্কার বিরুদ্ধে এরপর স্বরূপনগর থানায় একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে প্রিয়াঙ্কা রায়কে গ্রেফতার করে স্বরূপনগর থানা। বৃহস্পতিবার তাঁকে বসিরহাট মহাকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানের নির্দেশ দেন। পুলিশের দাবি, জেরায় প্রিয়াঙ্কা স্বীকার করেছে যে, সে বেশ কয়েক বছর ধরে ব্ল্যাকমেলিং করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে। বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেছেন, দলেরই এক নেত্রীর মেয়ে দলকে এভাবে কালিমালিপ্ত করছে। তাদের মান সম্মান নিয়ে খেলা করছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। প্রিয়াঙ্কার মা বিজেপি নেত্রী নমিতা রায় অবশ্য বলছেন, আমার মেয়েকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Mailing List