সমকামিতা পশ্চিমি দুনিয়ার ষড়যন্ত্র! কঠোর আইন পাশ করল রাশিয়ার পার্লামেন্ট

সমকামিতা পশ্চিমি দুনিয়ার ষড়যন্ত্র! কঠোর আইন পাশ করল রাশিয়ার পার্লামেন্ট
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ কোনও ভাবেই সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হবে না। এটা পুরোপুরি বেআইনি। তাই দেশে সমকামিতা বন্ধে আরও কঠোর হল রুশ সরকার। সেই লক্ষ্যে সমকামিতার বিরুদ্ধে আরও কঠোর আইন পাশ করল রাশিয়ার পার্লামেন্ট। নতুন আইনে রাশিয়ায় সমকামিতা সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে দেগে দেওয়া হয়েছে। রাশিয়ায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের কার্যকলাপ নিয়ন্ত্রণের লক্ষ্যেই বিলটি পাশ করা হয়েছে বলেই দাবি করেছে রুশ প্রশাসনের কর্তারা।
রুশ আইন প্রণেতারা এই আইন পাশ করাতে গিয়ে সমকামিতাকে পশ্চিমি দুনিয়ার ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তাঁরা বলেছেন, পশ্চিমি দুনিয়ার অপসংস্কৃতি থেকে রাশিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সমকামিতাকে দূরে রাখতেই হবে। কঠোর হাতে সমকামী এবং তাদের অনুগামীদের কার্যকলাপ দমন করা হবে। এই আইন চালু হলে বাতিল হবে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সমস্ত কার্যকলাপ। আইন অমান্য করলে সর্বোচ্চ ৪ লাখ রুবল আর্থিক জরিমানার শাস্তিও রাখা হয়েছে এই আইনে। এলজিবিটিকিউ কার্যকলাপে যুক্ত বিদেশি নাগরিকদের ১৫ দিন জেলের পাশাপাশি রাশিয়া থেকে বহিষ্কারের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে সমকামিতা দূর করতে পুতিন প্রশাসন যে কোনও চেষ্টাই বাদ দেবে না তা পরিষ্কার।


