রাখির আদলে মিষ্টি তৈরি করে হিট হাওড়ায়

রাখির আদলে মিষ্টি তৈরি করে হিট হাওড়ায়
31 Aug 2023, 02:20 PM

রাখির আদলে মিষ্টি তৈরি করে হিট হাওড়ায়

 

সুলেখা চক্রবর্তী, হাওড়া

 

রাখি উৎসবের দিন হাজারো বৈচিত্র্য দেখা গিয়েছে হাওড়ায়। এরমধ্যেই নজর কেড়েছে হাওড়ার ব্যাতাই তলার একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান। কারণ, রাখির আদলে তৈরি করেছেন নানা ধরনের মিষ্টি। আর তা কিনতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রীতিমতো লাইন দিয়েছে বোনেরা। এমনকি দিনের ব্যস্ততার জন্য রাতের দিকে যারা ভাইদের হাতে রাখি পরাতে পারেননি, সেই ব্যস্ত বোনেরাও রাত্রের দিকেও ভিড় জমিয়েছে এই মিষ্টির দোকানে।

ভাই বোনের মিষ্টি সম্পর্ক রাখির আদলে তৈরি মিষ্টি দিয়ে আরও মিষ্টি করে তুলেছে রাখি পূর্ণিমার আবহ। বলাই বাহুল্য বৃহস্পতিবারও "রক্ষা বন্ধন"কর্মসূচি পালিত হচ্ছে। আর এই রাখি বন্ধনেও যে রাখির আদলে তৈরি মিষ্টি বাজারে হিট হবে এ কথা এদিন ভিড় দেখেই বোঝা গিয়েছে।

Mailing List