বয়স তাঁর ১০০, রোজ ১২ কিমি পথ হেঁটে বাজার যান লুৎফর

বয়স তাঁর ১০০, রোজ ১২ কিমি পথ হেঁটে বাজার যান লুৎফর
29 Aug 2023, 12:30 PM

বয়স তাঁর ১০০, রোজ ১২ কিমি পথ হেঁটে বাজার যান লুৎফর

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বয়স তাঁর ১০০। রোজ ১০ থেকে ১২ কিমি হেঁটে বাজার করেন। মাঝেমধ্যে রায়গঞ্জেও আসেন। তিনি ইটাহারের (Itahar)গুলন্দরের বাসিন্দা লুৎফর হক। পাঁচ ছেলে ও তিন মেয়ের বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রী রাবেয়া বিবিকে নিয়ে মেজো ছেলে ইউসুফ আলির কাছেই থাকেন। বয়স ১০০ হলেও বাড়ির সমস্ত কাজকর্ম করেন, এমনকি হাট বাজারও করেন। কৃষিজীবী পরিবারের সন্তান, তাই পড়াশোনা বেশিদূর এগোয়নি। ছেলেরা সবাই কৃষি কাজ করেন।

বয়স হলেও তার স্মৃতিতে আজও জ্বলজ্বল করে ছোটো বেলার কথা। লুৎফর সাহেব জানান, খুব কষ্ট করে বড় হয়েছি। ছেলেরাও খুব কষ্ট করেছে। তাই কষ্টের দিনগুলি ভুলতে পারি না।
ভোর চারটেয় উঠে পড়েন লুৎফর হক। খানিকটা হাঁটাহাঁটির পর চা মুড়ি খেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ির কিছু কাজ সারেন। এখনও কানে শোনেন ঠিকঠাক। স্বাধীনতার (Independence)আগের কথা গ্রামের মানুষকে শোনান। লুৎফর সাহেব বলেন, অন্যের জমিতে কৃষি কাজ করলেও ছোটো বেলায় গরুর দুধ খেয়েছেন। ছেলে বেলায় খাওয়া অতো দুধ খাওয়াই সুস্থ থাকার কারণ। এলাকার মানুষেরাও তাঁকে বেশ সমীহ করেন।

Mailing List