Himalayan glaciers: আগামী ২৫ বছরের ভারত, পাকিস্তান, বাংলাদেশ ধ্বংসের মুখে

Himalayan glaciers: আগামী ২৫ বছরের ভারত, পাকিস্তান, বাংলাদেশ ধ্বংসের মুখে
21 Jun 2023, 06:30 PM

Himalayan glaciers: আগামী ২৫ বছরের ভারত, পাকিস্তান, বাংলাদেশ ধ্বংসের মুখে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ প্রবল বিপদের সম্মুখীন হতে পারে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। চরম হুঁশিয়ারি দিল একদল বিজ্ঞানী। সারা বিশ্বের তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে হিমালয় ও হিন্দুকুশ পর্বতমালার হিমবাহের জন্য হুমকি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। ২১০০ সাল নাগাদ এই হিমবাহের অর্ধেক গলে নিঃশেষ হবে। তার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্ভরশীল ১৬৫ কোটি মানুষের জীবন ভয়াবহ আকার ধারণ করবে।

এর প্রভাবে প্রথমে প্রবল বন্যা, আর তারপর অন্তহীন খরা গ্রাস করবে। পুরো হিমালয়ের প্রভাব বলয়ে থাকা মানুষের জীবনে এটিই ভবিতব্য হতে যাচ্ছে। জলবায়ু (Weather) পরিবর্তন বিষয়ক নতুন একটি গবেষণা প্রতিবেদনে সম্প্রতি এই হুঁশিয়ারি জানানো হয়েছে। কাঠমান্ডুতে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ২১০ জন বিজ্ঞানী কাজ করেন এটি তৈরিতে।
এই অঞ্চলের আটটি দেশের ২৫ কোটি মানুষের জীবন সরাসরি এর ওপর নির্ভরশীল। এই অঞ্চলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটু (K2)। পৃথিবীর তৃতীয় মেরু নামে পরিচিত এই দুই পর্বতশৃঙ্গেই উত্তর ও দক্ষিণ মেরু ব্যতীত পৃথিবীর সবচেয়ে বেশি বরফ জমা রয়েছে। আগামী কয়েক দশকের মধ্যেই এই বরফ গলা আরও বাড়তে পারে।

বাড়তে থাকা বায়ুদূষণ ও জনসংখ্যা বৃদ্ধির ফলে বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে কিন্তু কমছে না। এই অঞ্চলের বায়ু দূষিত হচ্ছে মূলত ইন্দো-গাঙ্গেয় সমতল এলাকা থেকে বাতাসে জমা হওয়া কার্বনে। হিমালয়ের হিমবাহগুলো এখন ৬৫ শতাংশ বেশি দ্রুত গলছে। যার জেরে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা। সকলে মিলে এগিয়ে না এলে, আগামীর বিপর্যয় কেউ ঠেকাতে পারবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Mailing List