কেরলের রেকর্ড ভাঙলো হিমাচল প্রদেশ, টানা ৩৭ বছর ধরে প্রতিবারই বদলে যাচ্ছে সরকার

কেরলের রেকর্ড ভাঙলো হিমাচল প্রদেশ, টানা ৩৭ বছর ধরে প্রতিবারই বদলে যাচ্ছে সরকার
08 Dec 2022, 08:15 PM

কেরলের রেকর্ড ভাঙলো হিমাচল প্রদেশ, টানা ৩৭ বছর ধরে প্রতিবারই বদলে যাচ্ছে সরকার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: কেরলের রেকর্ড ভেঙে হিমাচল প্রদেশ বুঝিয়ে দিল, তাঁদের ধারা অব্যাহত। ১৯৮৫ সাল থেকে ২০২২ – কোনও পরিবর্তন ঘটতে দেননি হিমাচলের ভোটাররা। অর্থাৎ একটানা ৩৭ বছর।

কী সেই রেকর্ড? সরকার বদলের রেকর্ড। একটানা তিন দশকেরও বেশি সময়, যাকে প্রায় চার দশক বলা যেতে পারে, একটানা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেন হিমাচলের মানুষ।  

১৯৮৫ সাল থেকে কংগ্রেস এবং বিজেপি এক নির্বাচন অন্তর সরকার গড়েছে হিমাচলে। সেই হিসাবে ২০১৭ সালে বিজেপির ক্ষমতায় আসে হিমাচল প্রদেশের। সেবার বিজেপি পেয়েছিল ৪৪টি আসন। কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। আর কংগ্রেস পেয়েছিল ২১টি। রীতি অনুযায়ী, এবার সরকারের বদলের কথা ছিল। অর্থাৎ বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসার কথা ছিল কংগ্রেসের। তবু ছিল টান টান উত্তেজনা। যদিও নিজেদের ধারা বজায় রেখে বিজেপিকে হারিয়ে ফের কংগ্রেসেরই হাত ধরলো হিমাচল।

এর ফলে কেরলেরও রেকর্ড ভেঙে দিল হিমাচল প্রদেশ। ১৯৮৭ সাল থেকে কংগ্রেস আর বামফ্রন্টের মধ্যে এভাবেই ক্ষমতা দখল রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল কেরলে। তবে ২০২১ সালে সেই ধারার পরিবর্তন ঘটে। ২০১৬ সালে কেরলে বামফ্রন্ট সরকার গড়েছিল। অর্থাৎ ২০২১ এ পরিবর্তনের কথা ছিল। কিন্তু তা হয়নি। ফের বামফ্রন্টই ক্ষমতায় আসে কেরলে। তাই বিজেপিও হয়তো ভেবেছিল কেরলের মতোই হিমাচলে বদল আনতে পারবে তারা। কিন্তু তা হল না। ১৯৮৫ সালের পর থেকে ২০২২ সাল – একইভাবে নিজেদের রেওয়াজ ধরে রাখলো তারা।

১৯৮২ সালে প্রথম হিমাচলের বিধানসভা ভোটে লড়তে আসে বিজেপি। তার আগে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী ছিল জনতা পার্টি। ১৯৮৫ সাল থেকে একই ধারা চলছেই। একটু বদল বলতে ১৯৯৮ সালে। সেবার ত্রিশঙ্কু হয়েছিল বিধানসভা। বিজেপির জেতার কথা থাকলেও পারেনি। কংগ্রেস এবং বিজেপি— দু’দলই ৩১টি করে আসন জিতেছিল হিমাচলে। তবে শেষপর্যন্ত বিজেপিই অন্য স্থানীয় দলের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ে। ফলে সরকার গড়ার রেকর্ড কিন্তু অটুট।

 

Mailing List