বাঁশের নীচে লুকোনো ছিল ৬০ লক্ষ টাকার বার্মা টিক! তল্লাশি করতেই পর্দা ফাঁস রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে

বাঁশের নীচে লুকোনো ছিল ৬০ লক্ষ টাকার বার্মা টিক! তল্লাশি করতেই পর্দা ফাঁস রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে
তন্ময় চক্রবর্তী, রায়গঞ্জ
বাঁশের নীচে লুকনো ছিল সেগুন কাঠ। পুলিশ ও বন দফতরের চোখে ধূলো দিতে পরিকল্পনা করেছিল ভালোই। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে বন দফতরের কাছে ধরা পড়ে গেল। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বন দফতর।
শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে, রায়গঞ্জ বন দপ্তরের কর্মীরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে নজরদারি চালায়া। বাঁশ বোঝাই একটি ট্রাককে চিহ্নিত করে পিছু নেয়। অবশেষে ইটাহারের কাছে গিয়ে বাঁশবোঝাই ট্রাকটিকে ধরে ফেলে। চালককে জিজ্ঞাসাবাদ করায় চালক জানায়, গাড়িতে বাঁশ রয়েছে। তখন বনদফতরের কর্মীরা তল্লাশি শুরু করে। খুঁটিয়ে দেখতেই বোঝা যায়, বাঁশের নীচে কাঠ রয়েছে। তখন বাঁশ সরাতে শুরু করে। দেখা যায়, দু’চারটি নয়, প্রায় ৮০টির মতো সেগুন কাঠ রয়েছে। সবই বার্মাটিক সেগুন। যার আনুমানিক বাজার মূল প্রায় ৬০ লক্ষ টাকার মতো।
বন দফতরের অনুমান, কাঠগুলি আসাম থেকে আসছিল। অন্ধপ্রদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল। কারণ, গাড়িটির বাঁশের জিএসটি ও চালান ছিল অন্ধপ্রদেশ পর্যন্ত। রায়গঞ্জ বনবিভাগের বনাধিকারিক কমল সরকার জানান, দুপুর আড়াইটা নাগাদ শিলিগুড়ি মোড়ে বাঁশবোঝাই একটি ট্রাককে দেখে সন্দেহ হয়। টিম নিয়ে আমরা ট্রাকটির পিছু ধাওয়া দিয়ে ইটাহারের কাছে ধরে ফেলি। এরপর গাড়িটি রায়গঞ্জে নিয়ে আসি। এটা বন দফতরের একটি বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।



