শীতের দিনে, অফিসে যাওয়ার সময় কী কী পরবেন, রইল টিপস

শীতের দিনে, অফিসে যাওয়ার সময় কী কী পরবেন, রইল টিপস
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সময়ের সঙ্গে বদলেছে হাল ফ্যাশন। নিত্য অফিস যেতেও খেয়াল রাখতে হয় ফ্যাশনের দিকে। শীতের মরসুমে অফিস ফ্যাশনে ভরসা রাখতে পারেন স্মার্ট কার্গো ট্রাউজার্স, রিব নিট, স্লিপ-অন, সোয়েট-শার্ট, ব্লেজারে। এগুলো যেমন আরামদায়ক, তেমন পরতেও বেশি ঝক্কি পোহাতে হয় না। পাশাপাশি শীতের সাজেও বজায় থাকে নতুনত্ব। কী কী পরবেন শীতের দিনে, অফিসে যাওয়ার সময়? রইল টিপস।
অফিসের সময়টায় ঠান্ডার প্রভাব হাল্কা হয় সাধারণত। তখন ভারী পুলওভার অফিসের জন্য বেমানান। হাল্কা শীতে হাফ-জিপ কলারযুক্ত সোয়েট-শার্ট আরামদায়ক। স্টাইলেও ভরপুর। ডেনিম বা ট্রাউজার্সের সঙ্গে মানাবেও ভাল এই ধরনের সোয়েট-শার্ট।
নানা ধরনের ট্রাউজার্স এই মুহূর্তে ফ্যাশন জগত্ কাঁপাচ্ছে। শীতের মরসুমে অফিসেও পরে যাওয়া যেতে পারে এই ধরনের প্যান্ট। ব্লেজার ও হুডির সঙ্গে এই ধরনের ট্রাউজার আপনাকে করে তুলবে নজরকাড়া। পায়ে অল্প হিলের পাম্প শু' এর সঙ্গে ভাল মানাবে এই ধরনের প্যান্ট।
ডেনিম, ট্রাউজার্স বা স্কার্টের সঙ্গে কী টপ পরবেন, অফিস যাওয়ার আগে সেই চিন্তায় কাহিল হন অনেকেই। সেক্ষেত্রে ক্রিঙ্কল টিউটিক টপ হতে পারে সমস্যার সমাধান। এই ধরনের টপগুলো খুব ক্যাসুয়াল হয়। সঙ্গে একজোড়া স্নীকার্স আর ঘড়ি হলেই সাজ সম্পূর্ণ।
ডেনিম, ট্রাউজার্সের বদলে অন্য লুক পেতে আপনি পছন্দ করে নিতে পারেন একরঙা পালাজো কিংবা প্যারালাল প্যান্ট। ট্যাঙ্ক টপ এর সঙ্গে এই ধরনের প্যান্ট দারুণ জুটি প্রামণিত হতে পারে। তবে শীতের আমেজ বজায় রাখতে সুতির ব্লেজার সঙ্গে রাখতেই পারেন।
অফিসের মিটিং এবং সন্ধের অফিস পার্টিতে তাক লাগিয়ে দিতে ভরসা রাখতে পারেন মিডি পোশাকে। গাঢ় উজ্জ্বল রঙের মিডি খুবই স্মার্ট লুক দেবে আপনাকে। সাজ আরও একটু নাটকীয় করতে ব্যবহার করতে পারেন রকমারি স্কার্ফ। এই ধরনের পোশাকের সঙ্গে স্নীকার্স বা বুট ভাল মানাবে।


