অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে রইল কিছু ফ্যাশন টিপস

অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে রইল কিছু ফ্যাশন টিপস
06 Jun 2023, 05:15 PM

অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে রইল কিছু ফ্যাশন টিপস
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিত্য নতুন স্টাইল অনুসরণ করে সাজতে কে না ভালবাসে! তবে আমাদের সবসময় কিছু ফ্যাশন টিপসও জেনে রাখা প্রয়োজন। যেমন আপনি আপনার সবথেকে প্রিয় জিন্সটা পরে বাইরে বেড়িয়েছেন হঠাৎ সেটির চেন কেটে গেল! কি করবেন এবার? আজ রইল কিছু টিপস আপনাদের জন্য।

শার্ট পরার পরে অনেক সময় কলার নেতিয়ে থাকলে দেখতে কার ভাল লাগে। কোনও অফিসিয়াল কারণে সেই শার্ট পরতে হলে খুব সোজা উপায়ে কলারকে টানটান করে নিন। হেয়ার স্ট্রেটনার যেমনভাবে চুলে ব্যবহার করেন তেমনভাবেই শার্টের কলারে ওপর ব্যবহার করুন। দেখবেন একদম টানটান হয়ে থাকবে আপনার শার্ট।

প্রিয় জিন্সটার চেন কেটে গেলে বাড়িতে মোমবাতি থাকলে একটু চেনের(chain) লাইনটি ধরে ভাল করে মোম ঘষে নিন। দেখবেন কাটা চেন আবার আগের মত ঠিক হয়ে গেছে।

বাজার থেকে কমদামী ভদকা কিনে আনুন তারপর এক ছিপি ভদকা এবং এক কাপ জল ভাল করে মিশিয়ে জামাকাপড়ে ঢেলে দিন। ভ্যাপসা(Dam) গন্ধ একদম চলে যাবে আর ভদকার গন্ধও থাকবে না।

গায়ের গন্ধ দূর করতে ডিও লাগানো হয় কিন্তু জামাকাপড়ে সেই ডিওর দাগ অনেক সময় খুব বাজেভাবে ছেপে যায়। চিন্তা নেই সেই হলদে নাছোড় দাগ দূর করার উপায় আছে। এক চামচ বেকিং সোডা, হাইড্রোজেন পারঅক্সাইড আর জল নিয়ে ভাল করে মিশিয়ে নিন তারপর যেখানে যেখানে ডিওর দাগ আছে সেখানে ভাল করে বুলিয়ে দিন। জল দিয়ে ধোওয়ার পরে দেখবেন দাগ একদম দূর হয়ে গেছে।

Mailing List