প্রবল বৃষ্টি গুজরাতে, বন‌্যার কবলে বাসিন্দারা  

প্রবল বৃষ্টি গুজরাতে, বন‌্যার কবলে বাসিন্দারা   
18 Sep 2023, 08:45 PM

প্রবল বৃষ্টি গুজরাতে, বন‌্যার কবলে বাসিন্দারা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডের পর এবার প্রবল বৃষ্টিপাতের কবলে পড়ল গুজরাত। আহমেদাবাদে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। একদিকে টানা বৃষ্টি। তার উপর বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল। দুইয়ের মিলিত যোগফলে কার্যত বন‌্যার পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতে। জলপ্লাবনে একাধিক গ্রাম বিপর্যস্ত। আহমেদাবাদ, সুরাত, ভারুচ সহ একাধিক অঞ্চলে প্রায় কোমর সমান জল। এরসঙ্গে নর্মদা নদীর বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। যে কারণে একাধিক গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। সংবাদসংস্থা জানাচ্ছে, আহমেদাবাদে এখনও পর্যন্ত ৭৬ মিমি বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে সাধারণ জনজীবন ব‌্যহত হয়েছে। জলমগ্ন অবস্থা থেকে কমকরে একশো জনকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বিপর্যয় এড়াতে আপাতত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহওয়া দফতর ইতিমধ্যেই গুজরাতের সাতটি জেলায় লাল সতর্কতা জারি করেছে। শহরগুলিতে সতর্কতার কারণে আন্ডারপাস বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। টানা বৃষ্টিতে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধও জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণেই বাঁধের জল ছাড়া হয়েছে। যার ফলে বেশ কয়েকটি গ্রাম বন‌্যার কবলে পড়েছে। বাকি রাজ্যের সঙ্গে যোগাযোগও কার্যত বিচ্ছিন্ন। পঞ্চমহল, দাহোদ, খেদা, আরাবল্লী, মহিসাগর, বানসকাঁথা ও সবরকাঁথা জেলায় মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অবধি গুজরাট জুড়ে ভারী বৃষ্টি জারি থাকবে। প্রশাসনের তরফে বলা হয়েছে, এখনও পর্যন্ত পাঁচ জেলা মিলিয়ে প্রায় সাড়ে ন’হাজার দুর্গতকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বৃষ্টিতে নর্মদা ছাড়াও রসাং, হেরান, মাহি, মেসরি ও পানাম নদীও ফুলে-ফেঁপে উঠেছে। একাধিক বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল। ফলে বিপদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Mailing List