মাছের মেলার কথা শুনেছেন, যেখানে এক একটি মাছ বিক্রি ৩০-৪০ হাজার টাকাতেও

মাছের মেলার কথা শুনেছেন, যেখানে এক একটি মাছ বিক্রি ৩০-৪০ হাজার টাকাতেও
15 Jan 2023, 07:59 PM

মাছের মেলার কথা শুনেছেন, যেখানে এক একটি মাছ বিক্রি ৩০-৪০ হাজার টাকাতেও

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অনেক মেলার কথা শুনেছেন। কিন্তু মাছের মেলা কখনও শুনেছেন? হ্যাঁ, এমনটাও হয়। যে মেলা চলছে প্রায় ২৫০ বছর ধরে। বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে। পৌষসংক্রান্তিতে, অর্থাৎ মাঘ মাসের প্রথম দিনে মেলাটি আয়োজন করা হয়।

আর যে মেলায় মাছ ব্যবসায়ীরা হাজির হন বৃহৎ আকারের মাছ নিয়ে। যেখানে এক একটি মাছের মূল্য এক লক্ষ টাকাও ছাড়িয়ে যায়। ২০ হাজার থেকে ৩০-৪০ হাজার বা ৫০ হাজার টাকাতেও মাছ বিক্রি হয় বহু। মাছের ওজনও থাকে ২০ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত।

এই মেলার আবার আরও একটি নাম রয়েছে। এটিকে অনেকে জামাই মেলাও বলেন। কারণ, এই মেলাতে হাজির হন এলাকার জামাইরাও। জামাইদের মধ্যে মাছ কেনার একটা প্রতিযোগিতাও শুরু হয়। কার জামাই কত বড় মাছ কিনলো সেটাও একটা বড় কথা। তাঁদের ঐতিহ্য ও গর্ব তত বেশি। যেমন এক জামাই আশরাফুল ইসলাম বলেন, মেলা উপলক্ষে প্রতিবছর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মেলা থেকে বড় আকারের মাছ কেনার চেষ্টা করেন। এবার ৪০ কেজি ওজনের কাতলা-সহ ৫৫ হাজার টাকার মাছ কিনেছেন তিনি। গাজীপুরের বিভিন্ন উপজেলা, ময়মনসিংহ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, ভৈরব ও কিশোরগঞ্জ থেকে অনেক মানুষ এই মেলা উপলক্ষে কালীগঞ্জে আসেন। ফলে ভিড়ও হয় নজরকাড়া।

মাছ ব্যবসায়ী বীরেন্দ্র চন্দ্র দাস ২৫ বছর ধরে মাছের মেলায় মাছ বিক্রি করছেন। এবার তিনি ৫০ কেজি ওজনের একটি বাগাড় মাছ নিয়ে হাজির হন। মাছটির দাম ধার্য করেন ১ লাখ ১২ হাজার টাকা। তবে একজন ক্রেতা ৫০ হাজার টাকা পর্যন্ত দাম দেন। মাছ ব্যবসায়ী সজীব চন্দ্র দাসের কাছে ৪০ কেজি ওজনের একটি কাতলা মাছ ছিল। মাছের দাম ধার্য্য করেন ৪০ হাজার টাকা। পরে অবশ্য ৩০ হাজার টাকায় বিক্রি করেন।

মেলার আয়োজকেরা জানান, প্রায় দুশো ব্যবসায়ী আসেন। মাছের মেলায় সামুদ্রিক চিতল, বাগাড়, আইড়, বোয়াল, কালবাউশ, পাবদা, গুলশা, গলদা চিংড়ি, বাইম, ইলিশ, কাইকলা, রুপচাঁদা মাছের পাশাপাশি স্থান পেয়েছে হরেক রকমের দেশি মাছ।

Mailing List