Health: ক্যানসারের ঝুঁকি এড়াতে এই পরীক্ষাগুলি করানো উচিত মহিলাদের

Health: ক্যানসারের ঝুঁকি এড়াতে এই পরীক্ষাগুলি করানো উচিত মহিলাদের
20 Sep 2023, 07:45 PM

Health: ক্যানসারের ঝুঁকি এড়াতে এই পরীক্ষাগুলি করানো উচিত মহিলাদের

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ক্রমশ বাড়ছে ক্যানসারের থাবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)সমীক্ষা বলছে, তাঁদের বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন সার্ভাইকাল বা স্তন ক্যানসারে। তাই ছোটখাটো উপসর্গও অবহেলা না করা বা নির্দিষ্ট কিছু পরীক্ষা করিয়ে নেওয়া হতে পারে ক্যানসার থেকে সাবধান থাকার প্রথম ধাপ।

ক্যানসারের ঝুঁকি এড়াতে কোন কোন পরীক্ষা করানো জরুরি মহিলাদের?
প্যাপ স্মিয়ার টেস্ট: সার্ভাইকাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ খুঁজতে এই পরীক্ষা করা হয়। এতে সার্ভিক্স থেকে সংগ্রহ করা কোষ যাচাই করে দেখা হয় তাতে অস্বাভাবিক কোনও গ্রোথ ধরা পড়ছে কিনা। ২১ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত তিন বছর অন্তর এই পরীক্ষা করা ভাল।

এইচপিভি টেস্ট: হিউম্যান প্যাপিলোমাভাইরাস(এইচপিভি)-এর কারণে মহিলাদের সার্ভাইকাল ক্যানসারের ঝুঁকি বাড়ে। এই পরীক্ষায় শরীরে এইচপিভি স্ট্রেনের উপস্থিতি এবং পরিস্থিতি দেখা হয়। ২৫ বছর বয়সের পরে এই পরীক্ষা করানো জরুরি।

কল্পোস্কোপি: প্যাপ স্মিয়ার পরীক্ষায় সার্ভাইকাল ক্যানসার সংক্রান্ত কোনও অস্বাভাবিকতা নজরে এলে এই পরীক্ষাটি করানো হয়। সার্ভিক্স কী ধরনের সমস্যা তৈরি হয়েছে, তা বোঝার জন্য এই প্রক্রিয়া।

ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড: ওভারি, ইউটেরাস-সহ পেলভিক রিজিয়নের বিভিন্ন অঙ্গে ক্যানসারের লক্ষণ খুঁজে দেখতে এই পরীক্ষা করা হয়। ওভারি বা ইউটেরাসের ক্যানসার নির্ণয়ে এটি জরুরি প্রক্রিয়া।

বিআরসিএ জেনেটিক টেস্টিং: বিআরসিএ১ বা বিআরসিএ২ জিনে মিউটেশন (mutation) চিহ্নিত করতে এই পরীক্ষা করা হয়। এই জিনগুলি ডিম্বাশয় বা স্তনে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

সিএ১২৫ ব্লাড টেস্ট: এই পরীক্ষা রক্তে সিএ১২৫ প্রোটিনের মাত্রা নির্ণয় করে। এই প্রোটিনের মাত্রা বাড়লে ওভারিতে ক্যানসার (cancer) হতে পারে। ৩০ বছরের পরে এই পরীক্ষা করানো ভাল।

এন্ডোমেট্রিয়াল টিস্যু টেস্ট: ইউটেরাসে ক্যানসারের লক্ষণ চিনতে এই পরীক্ষা জরুরি। এতে এন্ডোমেট্রিয়াল টিস্যু সংগ্রহ করে দেখা হয় কোষে কোনও অস্বাভাবিকতা রয়েছে কিনা।

ম্যামোগ্রাফি: স্তন ক্যানসারের উপসর্গ চিনতে জরুরি এই পরীক্ষা। ৪০ বা ৫০ বছরের মহিলাদের এই পরীক্ষা করানো ভালো।

Mailing List