স্বাস্থ্যসাথী কার্ড এন্ট্রি মেশিন বিকল, সমস্যায় পরিজনেরা

স্বাস্থ্যসাথী কার্ড এন্ট্রি মেশিন বিকল, সমস্যায় পরিজনেরা
21 Sep 2023, 05:00 PM

স্বাস্থ্যসাথী কার্ড এন্ট্রি মেশিন বিকল, সমস্যায় পরিজনেরা

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বালুরঘাট সুপার স্পেশালিটি (Balurghat super speciality)হাসপাতালে বন্ধ স্বাস্থ্যসাথী নথিভুক্তির প্রক্রিয়া। রোগীর আত্মীয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগী সহায়তা কেন্দ্রে গেলে তাঁকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এই কার্ড এন্ট্রি করা সম্ভব না। যার ফলে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যার জেরে কার্যত বিপাকে পড়েছেন রোগী ও পরিজনরা।

হাসপাতালের ভেতরে ঢুকে যে কোনও ওয়ার্ডে গেলেই বড় বড় হরফে লেখা বিশেষ বিজ্ঞপ্তি নজরে পড়বে। যেখানে লেখা হাসপাতালে রোগীরা ভর্তি হওয়ার সময় যেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসেন। এমনকি যত তাড়াতাড়ি সম্ভব রোগী সহায়তা কেন্দ্রে গিয়ে তার নথিভুক্ত করার কথা সেখানে বলা হয়েছে। সেই কার্ড নথিভুক্ত করলে ওষুধপত্র থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাসপাতাল বিনামূল্যে করবে। পাশাপাশি, ছুটির সময় রোগী ৪০০ টাকা সাহায্য পাবেন। কিন্তু সেই গুড়ে বালি। কারণ প্রায় এক সপ্তাহ ধরে রোগী সহায়তা কেন্দ্রে গিয়ে মুখ ভার করে ফিরে আসতে হচ্ছে রোগীর প্রিয়জনদের। কারণ তাদের জানানো হচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড (Health Card) নথিভুক্তের মেশিন নাকি অকেজো। নতুন মেশিন না আসা পর্যন্ত এই কাজ করা সম্ভব না।

Mailing List