হুগলিতে পুলিশের উদ্যোগে স্বাস্থ্যশিবির

23 Jan 2023, 07:50 PM
হুগলিতে পুলিশের উদ্যোগে স্বাস্থ্যশিবির
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হুগলি গ্রামীণ পুলিশের "গুড়াপ থানার" উদ্যোগে ও অ্যাপেলো ফার্মেসির সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল হুগলিতে। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড প্রেসার, ব্লাড সুগার মাপা ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। পথ চলতি বিভিন্ন মানুষ, অটো-টোটো চালক ও পুলিশ কর্মী, কম বেশি প্রায় ১৫০ থেকে ১৭০ জন এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। "সেফ ড্রাইভ সেভ লাইফ "এর ব্যানারের মাধ্যমে পথ দুর্ঘটনা সম্পর্কেও সকলকে সচেতন করা হয়।


