তিনি তো নিখোঁজই ছিলেন, আবার নতুন করে নিখোঁজ হওয়ার প্রয়োজন পড়ল কেন, মুকুল প্রসঙ্গে কুণাল ঘোষ

তিনি তো নিখোঁজই ছিলেন, আবার নতুন করে নিখোঁজ হওয়ার প্রয়োজন পড়ল কেন, মুকুল প্রসঙ্গে কুণাল ঘোষ
18 Apr 2023, 07:30 PM

তিনি তো নিখোঁজই ছিলেন, আবার নতুন করে নিখোঁজ হওয়ার প্রয়োজন পড়ল কেন, মুকুল প্রসঙ্গে কুণাল ঘোষ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিজেপির নির্বাচিত বিধায়ক তথা তৃণমূল নেতা মুকুল রায়। তিনি এখন কোন দলে?  তৃণমূলে আছেন না, বিজেপিতে, এ নিয়ে চর্চা হয়েছে অনেক। একুশের ভোটের পর ঘটা করে তৃণমূলে যোগ দেওয়া মুকুলকে বিধানসভা বিজেপি বিধায়ক বলেই স্বীকৃতি দিয়েছে। গত দেড় বছরে রাজনৈতিক ময়দানে তাঁকে খুব বেশি সক্রিয় হতে দেখা না গেলেও সোমবার রাত থেকে খবরের শিরোনামে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। একদিকে তাঁর আচমকা দিল্লি সফর, পাশাপাশি ছেলে শুভ্রাংশুর করা অপহরণের অভিযোগ, তারপর এয়ারপোর্ট থেকে তাঁর নিখোঁজ হয়ে যাওয়া, পরে দিল্লিতে তাঁর খোঁজ পাওয়া, এই গোটা ঘটনা প্রবাহকে উচ্চমার্গের রহস্যের ব্যাপার’ বলে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে মুকুল রায়কে মায়াবী শিল্পের তারকা বলেও মন্তব্য করেন কুণাল। তাঁর দাবি, মুকুল রায় কখন কোন দলে থাকেন, তা বলা মুস্কিল।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, মুকুল রায়ের ব্যাপারটা উচ্চমার্গের রহস্যজনক ব্যাপার। হঠাৎ দিল্লি চলে গেলেন তিনি। কেন গেলেন, বলতে পারব না। তাঁর দাবি, তৃণমূলের এত কর্মসূচি চলছে অথচ কোথাও দেখা যায় না মুকুলকে। আরে যিনি এমনিতেই নিখোঁজ ছিলেন, তাঁর নতুন করে নিখোঁজ হওয়ার কেন প্রয়োজন পড়ল, বলা মুস্কিল। তবে শুভ্রাংশুর অভিযোগকে গুরুত্বপূর্ণ বলে ধরছেন কুণাল। বাবাকে অপহরণ করা হয়েছে বলে শুভ্রাংশু যে অভিযোগ দায়ের করেছেন তা তদন্ত সাপেক্ষ ব্যাপার বলেই মন্তব্য করেছেন  কুণাল। তবে মুকুল কোন দলে, তা কুণালের কথায় স্পষ্ট হয়নি। তিনি বলেন, মুকুল রায়কে নিয়ে চিত্রনাট্য চলছে। উনি সোম, বুধ, শুক্র তৃণমূলে থাকেন, মঙ্গল, বৃহস্পতি, শনি বিজেপিতে থাকেন। আর রবিবার বাড়িতে বসে চা খান। যদি বিজেপিতেই থাকেন, তাহলে তো আর নতুন করে বিজেপিতে যাওয়ার কোনও ব্যাপার নেই। এটা উচ্চমানের শিল্প, এর মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব নয়। মুকুল দিল্লি যাওয়ার পর তাঁর ছেলে শুভ্রাংশু বলেছেন, ‘একটি বড় টাকার খেলা হয়েছে। এই প্রসঙ্গে কুণাল কটাক্ষ করে বলেন, মুকুল রায়কে অপহরণ করা তো লস। তাঁকে অপহরণ করে টাকা চাওয়া হবে, নাকি তাঁকে রাখতে গেলে টাকা দিতে হবে, সেটা বিবেচ্য বিষয়।

Mailing List