‘বিনা পয়সার বাজার’ শুনেছেন কখনও, তেমনই বাজার শুরু হল পুরুলিয়ার আদ্রায়, ভিড় জমছে প্রতিদিন

‘বিনা পয়সার বাজার’ শুনেছেন কখনও, তেমনই বাজার শুরু হল পুরুলিয়ার আদ্রায়, ভিড় জমছে প্রতিদিন
26 Feb 2022, 04:00 PM

‘বিনা পয়সার বাজার’ শুনেছেন কখনও, তেমনই বাজার শুরু হল পুরুলিয়ার আদ্রায়, ভিড় জমছে প্রতিদিন

 

আশিস বন্দ্যোপাধ্যায়, আদ্রা

 

আদ্রায় জমাটি ভিড় নিয়ে চলছে "বিনা পয়সার বাজার"। "দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস্" এর আদ্রা শাখার  উদ্যোগে  জমে উঠেছে  এই "বিনা পয়সার বাজার"। এটি তাঁদের দ্বিতীয় প্রয়াস। আমাদের  ঘরে অব্যবহৃত পোষাক-বাসনপত্র-খেলনা দীর্ঘদিন অনেকটা জায়গা দখল করে পড়ে থাকে। দিয়ে দিন উপযুক্ত সংস্থাকে। তাঁরাসেগুলি পৌঁছে দেবে উপযুক্ত মানুষের কাছে। বিভিন্ন সংস্থা এমন কাজ করে থাকে। আর এবার সেই অব্যবহৃত সামগ্রী দিয়েই এই সংস্থাটি তৈরি করলো "বিনা পয়সার বাজার "। গণসাড়া  ফেলে দেওয়া এই কর্মসুচীতে প্রথম দিনেই প্রায়  ৭১ টি  পরিবার তাঁদের বাড়ির অব্যবহৃত সামগ্রী সংস্থার সদস্যদের হাতে  তুলে দেন। সংস্থার সদস্যরা সব পরিপাটি করে সাজিয়ে রেখেছেন সাধারনের জন্য।

 

সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের ভিড় জমতে শুরু করেছে। তারা তাদের প্রয়োজন ও পছন্দ মতো সেই সব সামগ্রী মনের আনন্দে নিয়ে যাচ্ছেন। মুখে অনাবীল  হাসি ও আনন্দ নিয়ে শিশুরা নিয়ে যাচ্ছে তাদের খেলার সামগ্রী। যেনো এক মহামিলনের উৎসব।

পিছিয়ে নেই আদ্রার প্রতিষ্ঠিত ব্যাবসায়ী মহল। কর্মসুচীতে যোগদান করেছেন  তাঁরাও। দীর্ঘদিন  ধরে জমে থাকা অবিক্রিত বস্ত্র সামগ্রী নিয়ে হাজির দ্যা ফ্রি থিংকিং হিউম্যানিস্টস্  এর বিনা  পয়সার বাজারে।  এ বিষয়ে প্রতিষ্ঠিত বস্ত্র ব্যাবমায়ী  দেবেন্দ্রালয় এর কর্ণধার  গনেশ মাজি  জানান, আমরা এধরনের  একটি সংস্থা  খুঁজছিলাম। যারা মানুষের  প্রয়োজনে মানুষের  জন্য কাজ করবে। আজ এমন কাজে সামান্য সাহায্য করতে পেরে আনন্দ অনুভব করছি। আর যে সমস্ত মানুষ বাজারে এসে পছন্দের জিনিস নিয়ে যাচ্ছেন, তাঁরা সত্যিই আহ্লাদে আটখানা। শুক্রবার শুরু হওয়া এই বাজার চলবে আগামিকাল, রবিবার পর্যন্ত।

Mailing List