কোন ফুটবল ম্যাচে ৩৫-০ গোলের কথা শুনেছেন! অবিশ্বাস্য হলেও সত্য, ৬ জনের হ্যাটট্রিক

কোন ফুটবল ম্যাচে ৩৫-০ গোলের কথা শুনেছেন! অবিশ্বাস্য হলেও সত্য, ৬ জনের হ্যাটট্রিক
10 Jan 2023, 11:50 PM

কোন ফুটবল ম্যাচে ৩৫-০ গোলের কথা শুনেছেন! অবিশ্বাস্য হলেও সত্য, ৬ জনের হ্যাটট্রিক

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ব্যান। ব্যান। ব্যান। ইস্টবেঙ্গল আর ট্রান্সফার ব্যান যেন সমার্থক হয়ে গেছে। একবার নয়। বারবার। অন্য কোনো দলে এই সমস্যা নেই। যত কান্ড লাল হলুদে। ওমিড সিং ইস্যু সব ছাপিয়ে গেছে। ইস্টবেঙ্গল জার্সি ই পরেননি। অথচ চুক্তি বিতর্কে ব্যান ইস্টবেঙ্গল। কন্যাশ্রী কাপে 35 গোলের রেকর্ডের মতো এটাও রেকর্ড হতে পারে। ওমিড বিতর্ক সেই শ্রী জমানা থেকেই চলছে। কিন্তু সমস্যা মেটানো যায়নি। ফিফা থেকে ফেডারেশন। সবাই হাত ধুয়ে ফেলেছে। এটাই স্বাভাবিক। মাঝখান থেকে জেক জার্ভিসের সই হচ্ছে না। মুখ পুড়ছে ইস্টবেঙ্গলের। শতবর্ষ পেরিয়ে আসা ক্লাবে এত খারাপ সময় খুব কম এসেছে।

কন্যাশ্রী কাপে ইমামি ইস্টবেঙ্গল বেহালা ঐক্য সম্মিলনীকে ৩৫-০ গোলে হারাল!

ইমামি ইস্টবেঙ্গলের ৩৫টি গোল করেন

কবিতা সোরেন - ৬, মৌসুমি মুর্মু - ৬, দেবলীনা ভট্টাচার্য - ৫, গীতা দাস - ৫, সুস্মিতা বর্ধন - ৪, ঐশ্বরিয়া জাগতাপ -৩, সুলঞ্জনা রাউল- ২, তনুশ্রী ওরাও - ২, পিয়ালি কড়া - ১, বিরশী ওরাও - ১টি।

আইএফএ’র তরফে জানানো হয়েছে, তাদের আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টে এই জয় বিরাট রেকর্ড। ৯০ মিনিটের মধ্যে ৩৫টি গোল মানে বোঝাই যাচ্ছে যে চোখের পলকে একের পর এক গোল হয় এই ম্যাচে। কিছু বুঝে ওঠার আগেই বেহালা ঐক্য সম্মিলনীর জালে বল জড়িয়ে দেন লাল-হলুদের  মহিলারা। আর তাতেই তৈরি হয় রেকর্ড।

Mailing List