ফ্রান্স থেকে স্যাটেলাইট কিনছে হাসিনা সরকার

ফ্রান্স থেকে স্যাটেলাইট কিনছে হাসিনা সরকার
আনফোল্ড বাংলা প্রতিবেদন: উড়োজাহাজের পর এবার ফ্রান্স থেকে স্যাটেলাইট কিনতে চলেছে হাসিনা সরকার। ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাস থেকে বঙ্গবন্ধু -২ স্যাটেলাইট কেনা হচ্ছে। সম্প্রতি দু’দিনের বাংলাদেশ সফরে এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যৌথ সাংবাদিক সম্মেলনে জানান মাখোঁ। ১০টি এ-৩৫২ নেওয়ার হচ্ছে বলে জানান ফরাসি প্রসিডেন্ট স্বয়ং। দুই দেশের মধ্যে সুসম্পর্ক যে আরও জোরদার হয়েছে এই বৈঠকে, তা স্পষ্ট। ফ্রান্সে ফিরে যাওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে (পরিবর্তিত টুইটার) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদজ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সমগ্র বাংলাদেশিদেরও ধন্যবাদ উষ্ণ অভ্যর্থনার জন্য। এই সফর আমাদের দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করবে।’’ ১৯৯০ সালে তৎকালীন ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর পর এই প্রথম কোনও ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন।


