স্বাধীনতার ৭৫ বছরেই শতবর্ষে পা দিতে চলেছেন দেশকে স্বাধীন হতে দেখা পুরুলিয়ার হরিমতী ব্যানার্জী

স্বাধীনতার ৭৫ বছরেই শতবর্ষে পা দিতে চলেছেন দেশকে স্বাধীন হতে দেখা পুরুলিয়ার হরিমতী ব্যানার্জী
14 Aug 2022, 03:30 PM

স্বাধীনতার ৭৫ বছরেই শতবর্ষে পা দিতে চলেছেন দেশকে স্বাধীন হতে দেখা পুরুলিয়ার হরিমতী ব্যানার্জী

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

 

নিজের চোখে ইংরেজদের অত্যাচার দেখেছেন। দেখেছেন স্বাধীনতার প্রথম দিনের ছবিও। আজও সেই সব স্মৃতি নিয়ে বেঁচে আছেন হরিমতি ব্যানার্জি। আর দু’মাস পরেই ১০০ বছরে পা দেবেন তিনি। অত্যাচার থেকে বাঁচতে নিজেও জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিলেন। একবার ইংরেজদের হাতে আটকও হয়েছিলেন তিনি। কোন ভাবে তাদের হাত থেকে ছাড়া পেয়ে জঙ্গলে লুকিয়ে আত্মরক্ষা করে বেঁচে গিয়েছিলেন।

এখনও স্মৃতি টাটকা। জানাচ্ছেন, ইংরেজদের বুটের শব্দ পেলেই পালিয়ে বেড়াতেন এদিক ওদিক। পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অধীনে ধানাড়া গ্রামের বাসিন্দা হরিমতী ব্যানার্জী। ১১ সন্তানের মা আর মাত্র দু’মাস পরেই বয়সে সেঞ্চুরি করবেন তিনি। অর্থাৎ ১০০ বছরে পা দেবেন।

এখনও একান্নবর্তী পরিবারের সঙ্গে থাকেন হরিমতী ব্যানার্জী। এই বয়সেও খালি চোখেই সব দেখতে পান তিনি। চশমা কি জিনিস তা জানেন না। দেশ স্বাধীন হবার খবর আসতেই তিনিও আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন তৎকালীন সময়ে। ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীনতা উদযাপনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজেও। প্রচারের আড়ালে থাকা ঐ স্বাধীনতা সংগ্রামী বেশ আক্ষেপের সাথেই এদিন জানান, সরকারের কাছ থেকে তিনি কোনও আর্থিক সাহায্য তো দূরের কথা স্বীকৃতি পর্যন্ত পান নি। অথচ দেশ স্বাধীনের সময় ইংরেজদের অত্যাচারের শিকার তিনিও।

Mailing List