চলতি বছরে মাঠে ফেরা সম্ভবত হচ্ছে না হার্দিকের
চলতি বছরে মাঠে ফেরা সম্ভবত হচ্ছে না হার্দিকের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: চলতি বছরে সম্ভবত আর মাঠে নামতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের সিরিজেও পান্ডিয়াকে দেখা যাবে না। অর্থ্যাত চলতি বছরে ভারতীয় তারকা অলরাউন্ডারের মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরই শুরু হবে ভারত অস্ট্রেলিয়া টি২০ সিরিজ। বুধবার ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওয়াংখেড়ের গ্যালারিতে উপস্থিত ছিলেন হার্দিক। তাঁকে দেখেই বোঝা যাচ্ছিল গোড়ালির চোট পুরোপুরি সারেনি তাঁর। হাঁটাচলা করতে পারলেও পুরো শক্তি দিয়ে বল করতে পারছেন না। সপ্তাহ দুই আগে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিজিক্যাল কন্ডিশনিং কোচের অধীনে হার্দিক নেটে বল করেন। কিছুক্ষণ প্র্যাকটিস করার পরই বোঝা যায়, বল করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করছেন হার্দিক। কোনও ঝুঁকি না নিয়েই হার্দিককে বিশ্রাম দেওয়া হয়।
দু’সপ্তাহ আগে এনসিএ-র ফিজ়িক্যাল কন্ডিশনিং কোচের অধীনে হার্দিককে নেটে বল করানো হয়। তাঁকে প্রথমে কম গতিতে তিনটি বল করতে নির্দেশ দেওয়া হয়। তাতে কোনও সমস্যা হয়নি হার্দিকের। তার পর কিছুটা গতি বৃদ্ধি করতে নির্দেশ দেওয়া হয়। তাতেই ধরা পরে সমস্যা। বল করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন হার্দিক। আবার স্ক্যান করানো হয় তাঁর।
গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় চোট পেলেন হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করে বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে গেলেন ভারতীয় দলের তারকা আলরাউন্ডার।তৃতীয় বলের চারটা একেবারে সোজা মারেন বাংলাদেশের তারকা। নিজের ফলো থ্রু'র মধ্যেই ডান পা বাড়িয়ে বলটা আটকাতে যান হার্দিক। তার জেরে সম্ভবত গোড়ালি মুচকে যায় তাঁর।


