প্রতিমা বিসর্জনে হড়পা বান, ভেসে গেল মানুষ, শুভেন্দুর নিশানায় প্রশাসন, পালটা দিলেন কুণাল  

প্রতিমা বিসর্জনে হড়পা বান, ভেসে গেল মানুষ, শুভেন্দুর নিশানায় প্রশাসন, পালটা দিলেন কুণাল   
06 Oct 2022, 11:24 PM

প্রতিমা বিসর্জনে হড়পা বান, ভেসে গেল মানুষ, শুভেন্দুর নিশানায় প্রশাসন, পালটা দিলেন কুণাল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দশমীর রাতে প্রতিমা বিসর্জনের সময় জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত্যু হয় আটজনের। এই মর্মান্তিক ঘটনার পর বলাই বাহুল্য রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। আটজনের মৃত্যু নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করে টুইটারে একাধিক প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে পালটা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, বিরোধী দলনেতা যে করছেন তা অত্যন্ত কুরুচিকর শকুনের রাজনীতি।

বৃহস্পতিবার সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, জলপাইগুড়ির ঘটনার পর ১২ ঘণ্টা কেটে গেল, দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতর এই ইস্যুতে এখনও ঘুমোচ্ছে। যাঁরা নিখোঁজ তাঁদের নাম, বিস্তারিত নিয়ে এখনও ধোঁয়াশা আছে। তারপরই আসরে নামেন কুণাল ঘোষ। তিনি বলেন, অত্যন্ত কুরুচিকর শকুনের রাজনীতি, যেটা বিরোধী দলনেতা করছেন। মাল বাজারে প্রসেস চলছে। কাদের খোঁজ পাওয়া যায়নি তারও সন্ধান চলছে। শুভেন্দুর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজসেবা শিখবেন? এগুলি চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছেন। এটা শুভেন্দুকে শেখাতে হবে না। শুভেন্দু যেখানে দাঁড়িয়ে আছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। একই সঙ্গে কুণাল বলেন, যমুনাতেও তো এই একই জিনিস হয়েছে। সেখানে গিয়ে এই কথা বলুন না। খারাপ ঘটনা কোথাও যেন না ঘটে। হড়পা বান দুঃখজনক ঘটনা। সেখানে বারবার প্রচার করা হয়েছে জল বাড়ছে সরে যান। বিসর্জনের সময় প্রশাসনের সতর্কবার্তা কেউ শোনেনি। সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে। একদল এসব নিয়ে কুরুচিকর কথা বলছে। সেই সঙ্গে কুণাল বলেন, প্রশাসন গোটা বিষয়টি দেখছে। কোথাও কোনও ফাঁক বা ত্রুটি থাকলে তারও যথাযথ ব্যবস্থা হবে।

Mailing List