হনুমানের তাণ্ডব বাদুড়িয়ায়, জখম একাধিক, হাসপাতালে ভর্তি করতে হল চার জনকে

হনুমানের তাণ্ডব বাদুড়িয়ায়, জখম একাধিক, হাসপাতালে ভর্তি করতে হল চার জনকে
10 Oct 2022, 02:15 PM

হনুমানের তাণ্ডব বাদুড়িয়ায়, জখম একাধিক, হাসপাতালে ভর্তি করতে হল চার জনকে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ হনুমানের তাণ্ডবে জখম ১০ থেকে ১৫ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন। হনুমানের আক্রমণ থেকে বাদ যায়নি শিশু থেকে বৃদ্ধ কেউই। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া ব্লকের নয়া বস্তিয়া পঞ্চায়েত এলাকায়। হনুমানের তাণ্ডবের ঘুম কেড়েছে বাসিন্দাদের দিন ও রাতের। বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে মহিলা পুরুষ সহ চারজন চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন ধরে একটি হনুমান আচমকায় পিছন দিক থেকে আক্রমণ চালাচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে বাড়ির মহিলা ও শিশুরা। হনুমানের দ্বারা আক্রমণে গোটা এলাকা জুড়ে হনুমান আতঙ্কে গভীর চিন্তায় আছেন সাধারণ মানুষ। এলাকার মানুষের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব হনুমানটিকে বন দপ্তরের কর্মীরা যাতে ধরে নিয়ে যায়। নতুবা সকলে আতঙ্কে রয়েছে‌ন। বনদপ্তর এই ব্যাপারে নজর দিক। ইতিমধ্যে বসিরহাট বনদপ্তরে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার বাসিন্দারা।  ভয়ে এলাকার শিশুরা শিক্ষকদের কাছে পড়াশোনা করতে যেতে পারছে না, নয়া বস্তি ছাড়াও কাকড়া সুতি ও ফ্লুরডাঙ্গা বেশ কয়েকটি গ্রামের তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ।

Mailing List