নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ মানিকতলায়

নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ মানিকতলায়
19 Aug 2022, 07:08 PM

নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ মানিকতলায়

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল ছাত্রীর মৃতদেহ। মানিকতলার বাগমারি এলাকার বাসিন্দা রঞ্জিত দাস ও পূর্ণিমা দাসের মেয়ে ওই ছাত্রীর নাম সুইটি দাস ( ১৬)। সে নবম শ্রেণির ছাত্রী ছিল। গত কাল রাতে সুইটির বাবা - মা বাড়ি ফিরে দেখেন মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। প

রিবার সূত্রে জানা যাচ্ছে, কিছুদিন আগেই তার একটি পরীক্ষার ফলাফল বের হয়। তাতে ভালো নম্বর না পাওয়ায় সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলেও অনুমান করা হচ্ছে। অন্য কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Mailing List