এই গরমে কাজের প্রয়োজনে বাইরে বেরোলেই চুল রুক্ষ্ম হয়ে যাচ্ছে? পুষ্টি জোগাতে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে

এই গরমে কাজের প্রয়োজনে বাইরে বেরোলেই চুল রুক্ষ্ম হয়ে যাচ্ছে? পুষ্টি জোগাতে ভরসা রাখুন ঘরোয়া উপাদানে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরমকালে চুলের প্রতি নজর না দিলেই চুল রুক্ষ্ম-শুষ্ক হয়ে যায়। গরমকালে আবহাওয়ার কারণে শরীর একরকম শুষ্ক হয়েই থাকে, এর দোসর হল দূষণ। আজকাল দূষণ যেভাবে বাড়ছে তাতে ত্বক থেকে চুল সবেরই সমস্যা বাড়ছে। কাজের প্রয়োজনে সকলকেই রোজ বাড়ির বাইরে বেরোতে হয়। চুলে যতই শ্যাম্পু করা হোক না কেন বা স্কার্ফ ঢেকে বাইরে বেরনো হোক না কেন চুল রুক্ষ্ম হয়েই যায়।
আর তাই চুলের জন্য বিশেষ পুষ্টির প্রয়োজন হয়। গরমে রোজ দই খেলে যেমন শরীরের জন্য ভাল তেমনই রোজ চুলে দই লাগালে চুল ভাল থাকে। চুলের জেল্লা বাড়াতে টকদই এর জুড়ি মেলা ভার। পাশাপাশি চুল নরম থাকে দই এর গুণে। গরমকালেও মাথায় খুশকি হয়। এক্ষেত্রেও কাজে লাগানো যায় টকদই। একটা বাটিতে ২ চামচ টকদই আর ২ টো ডিম নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা মাথায় লাগিয়ে ১ ঘন্টা রেখে ভাল করে শ্যাম্পু করে নিতে হবে। এতেই চুল নরম হবে।
গরমে চুল যেমন রুক্ষ্ম হয়ে যায় তেমনই অতিরিক্ত চুলও ঝরে। আর এই চুল ঝরার হাত থেকে বাঁচতে নিয়মিত ভাবে লাগাতে পারেন দই এর এই প্যাক। টকদই, মধু, ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। এরপর ভাল করে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক লাগালেই কাজ হবে। চুল কন্ডিশনিং করতেও কাজে লাগানো যায় টকদই। সেই সঙ্গে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এই গাছের পাতা ভেঙে জেল বের করে নিতে হবে। এবার এর সঙ্গে টকদই, মধু, ডিমের হলুদ অংশ খুব ভাল করে মিশিয়ে নিন। মাথায় লাগিয়ে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল যেমন নরম হবে তেমনই শাইনিং একটা এফেক্টও থাকবে।


