পিকের নামে জিম উদ্বোধন, অমলের নামে কী হচ্ছে মোহনবাগানে?

পিকের নামে জিম উদ্বোধন, অমলের নামে কী হচ্ছে মোহনবাগানে?
25 Mar 2023, 08:15 AM

পিকের নামে জিম উদ্বোধন, অমলের নামে কী হচ্ছে মোহনবাগানে?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: মোহনবাগান ক্লাবের প্রেস বক্সের নাম অমল দত্তের নামে এবং ভিভিআইপি বক্সের নাম ধীরেন দের নামে হতে চলেছে। আজ পিকে বন্দ্যোপাধ্যায় এর নামে জিম উদ্বোধন হল মোহনবাগান ক্লাবে। হাজির ছিলেন কিংবদন্তি প্রাক্তন ফুটবলার শ্যামা থাপা, সুব্রত ভট্টাচার্য, বিদেশ বসু,  বাগানের সবুজ তোতা ব্যারেটো, শঙ্করলাল চক্রবর্তী, সহ পিকে ব্যানার্জীর পরিবারের সদস্যরা।

বসন্তের বিকেলে বাগানে সবুজ তোতা। পিকে বন্দ্যোপাধ্যায়ের নামে মোহনবাগান তাঁবুতে চাঁদের হাট। তবে ফোকাসে একজনই জোস ব্যারেটো। শ্যাম, সুব্রত, মানস, বিদেশের সঙ্গে সবুজ মেরুনে হাজির ব্যারেটো। মোহন জনতার নয়ন মনিকে অনেক দিন পর স্লোগান উঠল শীত গ্রীষ্ম বর্ষা ব্যারেটো ভরসা। এই মঞ্চ থেকেই প্রো লাইসেন্স পাস করার জন্য শঙ্কর লাল চক্রবর্তীকে সম্বর্ধনা দিল সবুজ মেরুন ক্লাব।

আইএসএল জেতার পরই বিস্ফোরক আশিক কুরিয়ান। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে আশিক বলেন, 'কেরলের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে কোনও মালায়লি ফুটবলার খেলতে নামলেই তাকে কটূক্তি করা হয়। অন্য মাঠে ক্লাবের বিরুদ্ধে সমর্থকরা চিত্কার করলেও কোনও ফুটবলারকে আক্রমণ করা হয় না। এমন একটা রাজ্যে জন্মেছি, যেখানে ফুটবলের সংস্কৃতি রয়েছে। এর জন্য আমি গর্বিত। তাই যখন কোনও সতীর্থ জিজ্ঞেস করে যে, আমার রাজ্যে এমন কটূক্তি কেন করা হয়, তখন লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। আইএসএল অন্য শহরের ক্লাবের হয়ে খেলেছি। সেখানে নিজের রাজ্যের ফুটবলারদের উত্সাহ দেওয়া হয়, সে বিপক্ষের হয়ে খেললেও।'

Mailing List