ব‍্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ভাটপাড়ায়, পাশেই পড়ে রয়েছে পিস্তল ও ম‍্যাগাজিন

ব‍্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ভাটপাড়ায়, পাশেই পড়ে রয়েছে পিস্তল ও ম‍্যাগাজিন
12 Feb 2023, 03:45 PM

ব‍্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার ভাটপাড়ায়, পাশেই পড়ে রয়েছে পিস্তল ও ম‍্যাগাজিন

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: উদ্ধার হল এক যুবকের গুলিবিদ্ধ দেহ। স্থানীয় ইটভাটা থেকে ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। রবিবার সকালে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের ইটভাটা এলাকা থেকে উদ্ধার করা হয় এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম অরবিন্দ প্রসাদ (৩০)।  ৬৪ পল্লী এলাকার বাসিন্দা তিনি। অরবিন্দ কাপড়ের ব্যবসায়ী। মেটিয়াবুরুজে তাঁর কাপড়ের ব্যবসা রয়েছে। ৩৫ নম্বর ওয়ার্ডের ইটভাটা এলাকায় অরবিন্দের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। তার পকেটের ভিতরে একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি নাইন মিলিমিটার পিস্তলও উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিজের নাম এবং দুইজনের ফোন নম্বর লেখা একটি কাগজ অরবিন্দের পকেট থেকে উদ্ধার করা হয়েছে। ওই পিস্তল, ম্যাগাজিন এবং ফোন নম্বর লেখা কাগজ উদ্ধার করেছে পুলিশ।

 পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবককে তার প্রতিবেশীরা শনাক্ত করেছেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন অরবিন্দ। পকেটে নিজের নাম লেখা কাগজ দেখেই পুলিশের তরফে মনে করা হচ্ছে, নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছে অরবিন্দ। তবে তিনি পিস্তল কোথা থেকে পেলেন, সেটা ভাটপাড়া থানার পুলিশ খতিয়ে দেখছে। অরবিন্দের এক প্রতিবেশী মনীষ রায় নামে ওই ব্যক্তি বলেন, পোশাকের ব্যবসা ছিল তার। তবে তিন বছর ধরে সেই ব্যবসা বন্ধ ছিল। দেখে তো মনে হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।

Mailing List